ভারতের শিল্পপতিদের  রাজা বাদশার জীবনযাপন দেখে রাজা বাদশারাও হিংসে করবে : বারাক ওবামা

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা (barack obama), সম্প্রতি তার আত্মজীবনী ‘A Promised Land’ প্রকাশ করেছেন। এই আত্মজীবনী প্রকাশ হওয়ার পর থেকেই সারা বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গ  মার্কিন রাষ্ট্রপতির জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন অনেকেই।

merlin 177164694 aed96d0a 579e 4ec4 98d0 b8c14611bf1a articleLarge 1

আত্মজীবনীতে ভারত প্রসঙ্গে  বহু কথা লিখেছেন বারাক ওবামা। সেখানে ভারতের অর্থনৈতিক অসমবন্টন নিয়ে তিনি লিখেছেন, ভারতের কোটি কোটি লোক যেখানে বস্তিতে বাস করে সেখানে ভারতের শিল্পপতিদের  রাজা বাদশার জীবনযাপন দেখে রাজা বাদশারাও হিংসে করবে।

ভারত-পাকিস্তান ইস্যুতে মানুষকে প্রভাবিত করার রাজনীতি সম্পর্কে ওবামা লিখেছেন, “পাকিস্তানের প্রতি শত্রুতা প্রকাশ করা জাতিকে একত্রিত করার সহজতম উপায়।” অনেক ভারতীয় গর্বিত যে দেশটি পাকিস্তানকে মোকাবেলায় পারমাণবিক অস্ত্র কর্মসূচি তৈরি করেছে।

প্রথম কৃষ্ণাঙ্গ  মার্কিন রাষ্ট্রপতির সাথে ভারতের দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত এর সম্পর্কটিও বেশ আকর্ষণীয় ।  আত্মজীবনীতে তিনি লিখেছেন, এই দুই মহাকাব্যের সাথে তার যোগ ছোটবেলা থেকেই। ভারতে কোনোদিন পা না দিয়েও, ভারতের সংস্কৃতির প্রতি তার আকর্ষণ তৈরি করেছে রামায়ণ ও মহাভারত।

ওবামা লিখেছেন, তার ছেলেবেলা কেটেছে ইন্দোনেশিয়ায়। সেখানেই তিনি নিয়মিত ভাবে রামায়ণ ও মহাভারত শুনতেন। পূর্ব গোলার্ধের ধর্মচর্চা নিয়ে আগ্রহই তাকে এই মহাকাব্য দুটি শুনতে আগ্রহী করে তুলেছিল। এমনকি ভারতীয় রান্না থেকে সিনেমা সব কিছুতেই তার বিশেষ আগ্রহ ছিল সে সময়। কলেজে ভারতীয় ও পাকিস্তানি সহপাঠীদের দৌলতে তিনি ডাল আর কিমা রান্না করতেও শিখেছিলেন।

এই আত্মজীবনী বারাক ওবামা শুরু করেছে ২০০৮ সালে তার প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে। শেষ করেছেন পাকিস্তানে লাদেন হত্যা দিয়ে। সারা বিশ্বের নানান প্রসঙ্গে নিজের সুচিন্তিত মতামত আত্মজীবনীতে লিখেছেন বারাক ওবামা


সম্পর্কিত খবর