পাক ক্রিকেট বোর্ডের আগামী সাত বছরের সূচি থেকে বাদ পড়ল ভারত, গোপন খবর ফাঁস পাক মিডিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খুবই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এতটাই তলানিতে ঠিকেছে যে তার প্রভাব পড়েছে ক্রিকেটেও। দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ হয় নি। দুই দেশ একমাত্র মুখোমুখি হয় আইসিসির কোন ইভেন্টে অথবা এশিয়া কাপে। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক উন্নতির কোন আশায় দেখা যাচ্ছে না।

আর এই সমস্ত কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাদের দেশের ক্রিকেট সম্পর্কিত যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে 2023 সাল থেকে 2027 সালের সেই সূচিতে রাখা হয়নি ভারতের নাম। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারাও বুঝে গিয়েছেন যে, এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তাতে আগামী দিনেও দুই দেশের ক্রিকেট সম্পর্ক উন্নতি হবে না। আর তাই তাদের বৈঠকে বেশ কয়েকবার বিসিসিআই এর নাম উঠলেও তারা ট্যুর প্ল্যানে অথবা ফিক্সারে রাখেনি ভারতকে।

pcb vs bcci icc to kick off 70 million crucial case hearing 1538316306 5899

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই গোপন খবর ফাঁস করেছে সেই দেশের নামী সংবাদ মাধ্যম পাক অবজার্ভার। তারা মনে করে ভারত সরকারে যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদি সরকার থাকবে ততদিন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হওয়া এক প্রকার অসম্ভব। এছাড়াও তারা দাবি করেছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এর  তরফেও কোন ইতিবাচক ভূমিকা দেখা যায়নি। আর সেই সব কথা মাথায় রেখেই এবার ট্যুর এবং ফিক্সার প্ল্যানে ভারতকে রাখেনি পাকিস্তান। এতে হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের খুব একটা লাভ হবে না তবে বারবার ভারতের জন্য ফাঁকা সময় রেখে তাদের চেয়ে ক্ষতি হত সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে পিসিবি।


Udayan Biswas

সম্পর্কিত খবর