বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যাবতীয় কৌতূহলের অবসান ঘটালো বিসিসিআই (BCCI)। ডিসেম্বর মাসে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের (India’s Tour of South Africa) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা হয়ে গেল। বিরাট কোহলির (Virat Kohli) আগেই বলেছিলেন, এখন তার মতো রোহিত শর্মাও (Rohit Sharma) আপাতত সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখছেন সেটা দল দেখেই বোঝা গেল। প্রোটিয়াদের বিরুদ্ধে তাই টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওডিআই সিরিজে লোকেশ রাহুল (KL Rahul) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
বাদ পুজারা, রাহানে, ভরত:
রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করবেন ভারতের জার্সিতে ২৬ শে ডিসেম্বর। কিন্তু অভিজ্ঞ চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) এবং অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) কোনও জায়গা হয়নি ভারতের টেস্ট স্কোয়াডে। এই সিদ্ধান্ত অনেকেই মানতে পারছেন না। কিন্তু পরিসংখ্যান বলছে শেষ কিছু সময় তারা ভারতের জার্সিতে একেবারেই প্রভাবিত করতে পারেননি। ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দিয়ে ঢাকঢোল পিটিয়ে রাহুল দ্রাবিড় দলে এনেছিলেন উইকেটরক্ষক শ্রীকর ভরতকে (KS Bharat)। কিন্তু বহুবার সুযোগ পেয়েও যোগ্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় শুধুমাত্র ঈশানকেসান এবং তার পাশাপাশি লোকের রাহুলের উপর এই টেস্টের উইকেট কিপিং এর জন্য ভরসা করছে বিসিসিআই। অপরদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জার্সিতে এবং ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে সদ্য বিবাহিত মুকেশ কুমার টেস্ট সিরিজে নিজের জায়গা করে নিয়েছেন।
ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা [অধিনায়ক], শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], লোকেশ রাহুল [উইকেটরক্ষক], রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা [সহ-অধিনায়ক], প্রসিদ্ধ কৃষ্ণ
আরও পড়ুন: বিশ্বকাপ হারের ক্ষত এখনও তাজা, BCCI-এর কাছে T20 ও ODI থেকে বিশ্রাম চাইলেন কোহলি! আশঙ্কায় ভক্তরা
ভারতের ওডিআই স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল [অধিনায়ক ও উইকেটরক্ষক], সঞ্জু স্যামসন [উইকেটরক্ষক], অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং
আরও পড়ুন: IPL-এ অধিনায়ক হয়ে মন জিতলেন শুভমান গিল! ২৬/১১-র শহীদদের পরিবারকে যা বললেন শুনলে অবাক হবেন
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব [অধিনায়ক], রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], জিতেশ শর্মা [উইকেটরক্ষক], রবীন্দ্র জাদেজা [সহ-অধিনায়ক], ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার