VIVO এর সঙ্গে সরকারি ভাবে বিচ্ছেদ ঘোষণা করল BCCI

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আইপিএল 2020 টাইটেল স্পনসরশিপ থেকে মঙ্গলবারই নিজেদের নাম প্রত্যাহার করে নেন চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের সরকারিভাবে ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে এই বছর চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোর সঙ্গে আর কোনো প্রকার সম্পর্ক নেই বিসিসিআইয়ের। দুপক্ষের যৌথ আলোচনায় এই সিদ্ধান্তে এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

গত রবিবার এই বছর আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে বসেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকে জানানো হয়েছিল যে এই বছর আইপিএলের টাইটেল স্পনসর থাকছে ভিভো-ই।

তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করে। সকলেই দাবি করেন যেখানে দেশজুড়ে চিনাদ্রব্য বয়কট করা হচ্ছে সেখানে কিভাবে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে রাখা হচ্ছে ভিভো কে? আর তারপরই চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত টাইটেল স্পনসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ভিভো। আজ সরকারি ভাবে সেই বিচ্ছেদের ঘোষণা করল বিসিসিআই।

সম্পর্কিত খবর

X