‘সুপার সিরিজ’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ইংল্যান্ড উড়ে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসার পরেই একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলেছেন। সৌরভ গাঙ্গুলির সিদ্ধান্ত গুলির মধ্যে অন্যতম হল “ওয়ানডে সুপার সিরিজ” করার ভাবনা। সৌরভ গাঙ্গুলি প্রস্তাব রেখেছিল যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়াও আইসিসির রাঙ্কিংয়ে উপরের দিকে থাকা একটি দেশকে নিয়ে করা হবে এই সুপার সিরিজ।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই প্রাথমিক ভাবে এই প্রস্তাবে রাজি হয়েছে। আর এবার সরকারি ভাবে এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইংল্যান্ডে উড়ে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে সেখানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারাও। কলকাতা থেকেই সরাসরি ইংল্যান্ডে উড়ে গিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

TH31GANG

জানা গেছে এই বৈঠকে আলোচনা হবে যে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়াও আর কোন দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এছাড়াও কোন ফরমেটে করা হবে টুনামেন্ট এবং প্রথম কোন দেশে আয়োজিত হবে? জানা গিয়েছে অংশগ্রহণকারী প্রত্যেক দেশেই রোটেশন পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। 2021 সাল থেকেই শুরু হতে চলেছে এই ‘সুপার সিরিজ’ এবং প্রত্যেক বছর এই টুর্নামেন্ট হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর