বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান দেখতে ফের মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মঙ্গলবার গিয়েছিলেন পার্ক সার্কাস, রাজাবাজার, মাঠপুকুর এলাকায়, আর বুধবার গেলেন খিদিরপুরে (Khidirpur)। আগেরদিনের মতই মাইক হাতে নিয়ে গাড়ির ভেতর থেকে দিলনে সচেতন বার্তা।
ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু এলাকা রেড জোনের অন্তর্গত হয়ে গিয়েছে। সিল করে দেওয়া হয়েছে বেশ কিছু বাজার। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নাগরিকদের সচেতন করতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নাগরিকদের ঘরে থাকার বার্তা দেওয়া হচ্ছে সর্বত্রই। বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে।
এরই মধ্যে গতকালের পর আবারও নাগরিকদের সতর্ক করার জন্য গাড়ি করে শহরের রাস্তায় বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। গাড়ির ভেতরে বসেই মাইক হাতে নিয়ে নাগরিকদের উদ্যেশ্যে দিলেন সতর্ক বার্তা। বললেন, ‘জরুরী প্রয়োজন ছাড়া কেউ একদমই বাড়ি থেকে বেরবেন না। সমস্যায় পড়লে পুলিশকে জানাবেন। পুলিশ আপনাদের সাহায্য করবে। এই সংকটের মুহুর্তে রেশন থেকে ৬ মাস ৫ কেজি করে চাল, গম পাবেন। আপনারা শুধু বাড়ি থেকে ব্যাগটা নিয়ে যাবেন। আমরা প্যাকেট করে রাখলে আবার কম দিচ্ছি বলে কথা উঠতে পারে। তাই আপনারা বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার অবশ্যই করবেন’।
মুখ্যমন্ত্রী আরও বললেন, ‘করোনা ভাইরাস যদি দূর্গা পূজার আগে বিলিন হয়ে যায়, তাহলে আমরা সকলে একসঙ্গে পূজায় আনন্দ করব। আর কটা দিন ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। জানি ঘরে আটকা থাকতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে, তাও বলব ঘরে থাকুন, সতর্ক থাকুন। আর জ্বর, সর্দি, কাশি হলে একদম দেরি করবেন না। সরাসরি হাসপাতালে চলে যাবেন। চিকিৎসা একদম বিনা মূল্যে করা হচ্ছে। কোন লজ্জা পাবেন না’। শেষে সকলের উদ্যশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি খিদিরপুরবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়ে গেলেন’।