ফেললেই হিটারের মত গরম হয়ে যায় বিছানা, হু হু করে বিক্রি হচ্ছে এই বেড শিট! দাম মাত্র এত টাকা

বাংলাহান্ট ডেস্ক: ভারতের বিভিন্ন অঞ্চলে থাবা বসিয়েছে শীত। উত্তর ভারতে হুহু করে নামছে তাপমাত্রা। পাহাড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। পশ্চিমী ঝঞ্ঝার ফলে শৈত্যপ্রবাহ বইছে রাজধানী দিল্লিস সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। এমন পরিস্থিতিতে নিজেদের গরম রাখতে বিভিন্ন সরঞ্জাম (Winter products) কেনেন মানুষ। এই প্রতিবেদনে এমনই একটি জিনিসের কথা বলব।

প্রবল শীতে ঘর গরম রাখতে রুম হিটার কেনার প্রবণতা দেখা যায় ভারতীয়দের মধ্যে। এটি একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। কিন্তু যদি বাড়িতে বেশি সদস্য থাকেন এবং একাধিক রুম হিটার থেকে থাকে, তাহলে ইলেকট্রিক বিল বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের গরম রাখতে বিকল্পের সন্ধান করেন মানুষ। 

electric blanket

এমনই একটি বিকল্প হল এক ধরনের কম্বল। তবে এই কম্বলটি কোনও সাধারণ কম্বল নয়। এটি বিদ্যুতের দ্বারা চালিত হয়। এটি আপনার বিছানা খুব সহজেই গরম করে দিতে পারে। সবচেয়ে বড় কথা, এই কম্বলটি আপনি খুব সহজেই অনলাইনে কিনতে পারবেন। প্রচণ্ড ঠাণ্ডায় আমাদের বিছানাও ঠাণ্ডা হয়ে যায়। তাই সেখানে শুয়ে ভাল করে ঘুমোনো সম্ভব হয় না। 

এছাড়াও সাধারণ কম্বল দিয়ে বিছানা গরম করতে অনেক সময় লাগে। কিন্তু এই ইলেকট্রিক কম্বল গায়ে দিলে খুব সহজেই বিছানা গরম হয়ে যায়। আপনিও আরামে ঘুমোতে পারেন। রুম হিটার শুধু বিদ্যুতের খরচই বাড়ায় না। এর থেকে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু এই কম্বল অনেক বেশি নিরাপদ এবং ইলেকট্রিক বিলও বেশি আসবে না। 

electric blanket

শুধু তাই নয়, কম্বলের তাপমাত্রা কমানো বাড়ানোর জন্য এতে একটি কন্ট্রোলারও দেওয়া হয়েছে। পাশাপাশি এতে রয়েছে একটি সুইচ। এই অভিনব কম্বলের নাম ‘ওয়ার্মল্যান্ড পলিয়েস্টার প্রিমিয়াম শকপ্রুফ ইলেকট্রিক বেড ওয়ার্মার’। সহজেই এটি আপনি অনলাইনে পেয়ে যাবেন। এমনিতে এটির দাম প্রায় ৪ হাজার টাকা। তবে বিভিন্ন অফারে এটি প্রায় ১৬৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। একটি সিলিং ফ্যানের থেকেও সস্তা এবং কার্যকর একটি সামগ্রী এটি।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর