বাংলা হান্ট ডেস্ক : অযোধ্যা মামলার রায়দান আর মাত্র কয়েক দিনের সময়ের অপেক্ষা৷ তাই রায় ঘোষণার আগেই গোটা রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি আঁটসাঁট করা হয়েছে, ইতিমধ্যেই হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করার পাশাপাশি যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লাইক শেয়ার এর ওপর নিষেধাজ্ঞা করেছে স্থানীয় প্রশাসন৷ তবে জেলার পাশাপাশি এবার উত্তরপ্রদেশ সরকার গোটা রাজ্যকে নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে অযোধ্যা মামলার রায়দানের আগেই৷
এক দিকে তো সেনাকর্মী মোতায়েন করা হয়েছে তাঁর সঙ্গে পরিস্থিতি এড়াতে অস্থায়ী জেল তৈরি করছে আদিত্যনাথ যোগী প্রশাসন৷ তাই ইতিমধ্যেই আম্বেদকর নগরের কলেজগুলিকে স্থায়ী জেলে পরিণত করার প্রস্তুতি চলছে জোরকদমেই৷ আকবরপুর টান্ডা জালালপুর জেট পুর ভিটি আল্লা পুরের কলেজগুলিতে আটটি অস্থায়ী জেলে বানানো হবে৷ নিরাপত্তা আঁটোসাটো করার পাশাপাশি অন্যান্য দিকেও নজর রাখছে উত্তরপ্রদেশ সরকার৷
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে উত্তরপ্রদেশ সরকারকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে৷ অন্যদিকে 4000 আধা সেনা মোতায়েন করার পাশাপাশি 16 কোম্পানির সিআরপিএফ, 6 কোম্পানির আইটিবিপি, সিআইএসএফ ও এসএসবি মোতায়েন করা হয়েছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই অযোধ্যা মামলার রায়দানের আগে যাতে কোনও সমস্যা না তৈরি হয় তার জন্য কার্যত কড়া দৃষ্টি রাখা হচ্ছে৷
সম্ভবত নভেম্বরের 17 তারিখে রায়দান হবে তাই তার আগেই অযোধ্যায় 10 লক্ষ কর সেবক আসছে৷ যেহেতু তার আগে 12 নভেম্বর তারিখে কার্তিক পূর্ণিমায় যোগ দিতে অযোধ্যায় ভক্তের ঢল নামবে তাই সেই অনুষ্ঠান ঘিরেও যাতে কোনও রকম সমস্যা না হয় তার দিকে নজর রাখছে প্রশাসন৷