চব্বিশের প্রস্তুতি শুরু, বিজেপি বিরোধী জোট মজবুত করতে চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ মমতার

বাংলাহান্ট ডেস্ক : বুধবার বিকেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের সাথে বাড়ি গিয়ে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। চেন্নাইতে তিনি গিয়েছিলেন বাংলার বর্তমান রাজ্যপাল গণেশণের একটি পারিবারিক অনুষ্ঠানে। সেখানেই তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সাথে দেখা করেন। দুজনের মধ্যে বেশ বন্ধুত্বের সম্পর্ক দেখা গেলো এদিন।

তাঁরা দুজনে বুধবার বিকেলে একটি বৈঠক করেন। বাংলার মুখ্যমন্ত্রী বলেন তিনি চেন্নাই-এর বিখ্যাত কফিও নাকি পান করেছেন। তবে এই বৈঠকের কারণ কী, কেনই বা তাঁরা হঠাৎ এই বৈঠক করলেন সেই নিয়ে মমতা কোনো মত প্রকাশ করেননি। বৈঠক শেষ হলে তিনি বলেন যে, স্ট্যালিনের সাথে তাঁর সম্পর্ক নাকি খুবই ভালো। ভাই- বোনের মতো।

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো আরোও বলেন, এখানে এসে স্ট্যালিনের সাথে দেখা করবেন না, এটা হতে পারে না। তখন তাঁর পাশেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে। আবার পরবর্তীতেই মমতা বলেন যে, তাঁরা দুজনেই যখন রাজনীতিবিদ, তখন রাজনীতি নিয়ে কথা বলা বা আলোচনা করা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক সময় তাঁরা উন্নয়ন নিয়েও কথা বলেন।

jpg 20221102 200543 0000

তবে, জানা গিয়েছে যে, বাংলার মুখ্যমন্ত্রী যতই এটাকে সম্মান প্রদর্শক সম্পর্কিত বৈঠক বলুন না কেন আসলে এই বৈঠক রাজনৈতিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই মমতা বিরোধী দলগুলির সাথে জোট বাধঁতে চাইছেন। বিশেষত, স্থানীয় বা প্রদেশিক দলগুলিকেই এক করে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ দিতে চাইছেন তিনি। চেন্নাইতে যাওয়ার আগে তিনি বলে যান, ২০২৪ সালে সবচেয়ে বেশী দরকারী হবে প্রদেশিক রাজনৈতিক দলগুলিকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর