বর্ষার প্রভাবে বাড়বে বৃষ্টি, উত্তরে জারি দুর্যোগ! আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তিনটি জেলায়

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন অপেক্ষা শেষে গতকালই দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে বর্ষা। এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে; কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী ২০ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে। অপরদিকে, উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সর্তকতা জারি করা হয়েছে। তবে আগামী সোমবারের পর থেকে সেই পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবর: 

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস :  ১৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৫%

আজকের আবহাওয়া
বিগত দুই সপ্তাহ ধরে উত্তরবঙ্গে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বহু প্রতিক্ষার পর অবশেষে গতকাল দক্ষিণবঙ্গে উপস্থিত হয়েছে বর্ষা, যার প্রভাবে বেশকিছু প্রান্তে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত সাক্ষী থাকে মানুষ। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূমের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। কোন কোন প্রান্তে অবশ্য ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
গত দুই সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে বজায় ছিলো গুমোট ভাব। আর্দ্রতা জনিত অস্বস্তি কাটার কোন নাম দেখা যায়নি। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে আটকে থাকার ফলে দক্ষিণবঙ্গের ভাঁড়ার ছিল শূন্য। তবে এর মাঝেই গতকাল কলকাতা সহ নয়টি জেলায় এসে পৌঁছায় বর্ষা, যার প্রভাবে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে এবং ২০ তারিখের পর থেকে সেই পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অপরদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলা যথা দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির বেশ কিছু প্রান্তে প্রবল বৃষ্টিপাত হতে চলেছে। এক্ষেত্রে বন্যার সর্তকতা পর্যন্ত জারি করা হয়েছে। যদিও দুইদিন পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েকদিনে সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আবহাওয়া। উধাও হয়ে যাবে গুমোট ভাব। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে চলেছে; সময় বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে বাড়বে।


Sayan Das

সম্পর্কিত খবর