সকলকে তো আর চাকরী দেওয়া যায় না, অন্য রাজ্যের চেয়ে বাংলার শিক্ষকরা অনেক ভালো আছেন: ব্রাত্য বসু

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘বাংলার অস্থায়ী শিক্ষকরা, অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো আছেন’- শিক্ষক দিবসে এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (bratya basu)। সঙ্গে বললেন, ‘একটি চাকরীর পরীক্ষার সকল প্রার্থীকে তো আর চাকরী দেওয়া সম্ভব নয়। তাই নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে সমালোচনার কোন স্থান নেই’।

সম্প্রতি সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের নানা আন্দোলন, বিক্ষোভ প্রদর্শিত হতে দেখা যাচ্ছে। বিভিন্ন বিষয়ে দাবী জানিয়ে, প্রতিবাদে অংশ নিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা। কখনও তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, তো আবার কখনও শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে। আবার কখনও ‘নিখোঁজ’ পোস্টারও দিচ্ছেন শিক্ষামন্ত্রীর নামে।

এসবের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে শিক্ষক দিবসে কিছু মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, ‘অন্য রাজ্যের তুলনায়, আমাদের রাজ্যে শিক্ষকদের অবস্থা অনেকটাই সুদৃঢ় এবং সুগঠিত। প্রতিবেশি রাজ্য ত্রিপুরায় প্রায় ১০ হাজার ৩২৩ জন স্থায়ী শিক্ষক চাকরি খুইয়েছেন’।

তিনি আরও বলেন, ‘সেই হিসেবে দেখতে গেলে আমাদের রাজ্যে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের ৬০ বছর বয়স অবধি চাকরীর নিশ্চয়তা থাকে। প্রয়োজনে তাঁদের ন্যায্য দাবি থাকলে, তা বিবেচনা করে দেখা হবে’।

অস্থায়ী শিক্ষক এবং পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের করা ট্যুইটের জবাব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলার পার্শ্ববর্তী রাজ্য গুলোতে শিক্ষকরা সংকটে রয়েছেন। রাজ্যপাল পারলে একটু ত্রিপুরা, গুজরাট, মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, দেখবেন প্রচুর শিক্ষক বেতন সমস্যায় জর্জরিত হয়েছেন, আবার কারোও চাকরীই চলে গিয়েছে’।

সম্পর্কিত খবর

X