৬ দিন আগেই উদ্বোধন করেছিলেন মোদি, এক বৃষ্টিতেই ডুবে গেল ৮ হাজার কোটি টাকার রাস্তা

বাংলা হান্ট ডেস্ক : একেবারে ভরাডুবি! মাত্র ৬ দিন আগেই যে ঝাঁ চকচকে নতুন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), বৃষ্টিতে সেই রাস্তাই একরকম ডুবেই গেল। শুক্রবার রাতে ভারী বর্ষণের কারণে বেঙ্গালুরুর কাছে রামনগর এলাকায় জলে ডুবে গিয়েছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে (Bengaluru-Mysore Express Way)।

৮ হাজার ৪৮০ কোটি টাকায় তৈরি করা হয়েছে ওই হাইওয়ে। চলতি বছরেই রয়েছে কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে গত ১২ মার্চ ওই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু, উদ্বোধনের ৬ দিনের মধ্যে বৃষ্টিতে রাস্তায় জল জমার ছবি সামনে এল। ১১৮ কিমি লম্বা এই এক্সপ্রেসওয়ের ফলে যাত্রী পরিবহণে আরও সুবিধা হবে বলে জানানো হয়েছে পরিবহন মন্ত্রকের তরফ থেকে।

জল জমার কারণে ওই রাস্তা দিয়ে যানবাহন চলছে খুব ধীর গতিতে। যার জেরে প্রবল যানজটে নাকাল নিত্যযাত্রীরা। যে এলাকায় জল জমেছে সেখানে উপরে একটি সেতু রয়েছে। এই প্রথম নয়, এর আগেও ওই সেতুর নীচে বৃষ্টিতে জল জমেছিল বলে জানা যাচ্ছে।

bengaluru 2

বিধানসভা নির্বাচনের আগে এই রাস্তার উদ্বোধন করে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কংগ্রেস মোদির কবর খোঁড়ার স্বপ্নে মশগুল থাকুক। কিন্তু তারা জানে না, দেশের মা, বোনেদের যে ভালবাসা আমার সঙ্গে রয়েছে তা-ই আমার রক্ষাকবচ হিসাবে কাজ করে। ওরা মোদির কবর খোঁড়ার স্বপ্ন দেখতে থাকুক, আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে মনযোগ দিই। গরিব মানুষের বেঁচে থাকা সহজ করি।’ প্রধানমন্ত্রী যে রাস্তার উদ্বোধন করেছেন, বৃষ্টির জেরে সেই রাস্তার এই হাল নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ মার্চ ২০২৩-এ ব্যাঙ্গালোর-মহীশূর এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। ৮৪৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি অক্টোবর ২০২২ সালে চালু হওয়ার কথা ছিল। ব্যাঙ্গালোর-মহীশূর এক্সপ্রেসওয়ে ২টি ধাপে গঠিত, ফেজ ১ যা ৫৮ কিমি বেঙ্গালুরু থেকে নিদাঘট্টার মধ্যে এবং ফেজ ২ এর ৬১ কিমি নিদাঘট্টা থেকে মহীশূরের মধ্যে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে এই দুই শহরের মধ্যে ভ্রমণের সময় ৩ ঘন্টা কমে ৭৫ মিনিট হবে। পথচারী ও যানবাহনের জন্য ১৯ টি সেতু, ৪টি রেলওয়ে ওভারব্রিজ, ৪৪টি ছোট সেতু এবং ৫০টি আন্ডারপাস রয়েছে। প্রধানমন্ত্রী মোদি কর্ণাটকে ১৬০০০ কোটি টাকার আরও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন।


Sudipto

সম্পর্কিত খবর