বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিলেন কিংবদন্তি ফ্রেঞ্চ ফুটবলার করিম বেনজেমা। কাতার বিশ্বকাপ আরম্ভ হওয়ার ২-৩ দিন আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিতর্কে জড়িয়ে ফ্রেঞ্চ দলের খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু গতবছর জাতীয় দলে প্রত্যাবর্তন করার পর থেকে অসাধারণ ফর্মে খেলছিলেন তিনি।
কাতার বিশ্বকাপ ফাইনালের পূর্বে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও ফরাসী কোচ দিদিয়ের দেশঁ তাকে ফাইনাল ম্যাচে দলে নিতে রাজি হননি। যদিও ফাইনাল, বিশেষ করে প্রথমার্ধ দেখে মনে হয়েছে যে বেনজেমা যদি মাঠে থাকতেন তাহলে এতটা করুণ অবস্থা হতো না ফ্রান্সের। বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন কিছু ফরাসি ফুটবলার। তাদের মধ্যে অনেকে যে নিজেদের সম্পূর্ণ ফিটনেস ফিরে পাননি, সেটা বোঝা যাচ্ছিল ভালোই।
এমবাপ্পে অতিমানবিক পারফরম্যান্স করে যখন ফ্রান্সকে লড়াইয়ে রাখছিলেন, তখন অনেকেরই মনে হচ্ছিলো এমবাপ্পে যদি পাশে বেনজেমাকে পেতেন, তাহলে হয়তো পেনাল্টি শ্যুট আউট অবধি খেলতে হতো না। কারণ গোটা বছরটা জুড়েই অসাধারণ সমস্ত পারফরম্যান্স করে এসেছেন বেনজেমা এবং তার সাথে এমবাপ্পের বোঝাপড়াও অত্যন্ত নিখুঁত, তা আগে বারবার দেখা গিয়েছে।
ক্লাব ফুটবলে অবশ্য কোন কিছুই অধরা থাকেনি বেনজেমার। রিয়াল মাদ্রিদের হয়ে পরপর তিন বছর টানা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অন্যতম অংশ ছিলেন তিনি। সেই সময় যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাপটে দ্বিতীয় সারিতেই থেকে যেতেন তিনি। তবে ২০২১-২২ মরশুমে অসাধারণ সমস্ত পারফরম্যান্স করে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর ‘ব্যালন ডি-অর’ও জিতে নিয়েছিলেন ফ্রেঞ্চ তারকা। এছাড়া নিজের ক্যারিয়ারে অসংখ্যবার স্প্যানিশ লিগও জিতেছেন করিম।
কিন্তু দেশের জার্সিতে কি কিছুই অর্জন করতে পারেননি তিনি। তেমনটা বললে ভুল বলা হবে। ২০২১ সালে ফ্রান্সের হয়ে এমবাপ্পের সাথেই জুটি বেঁধে দেশকে নেশন্স লিগের খেতাব জিতিয়েছেন তিনি। খুব আশা করেছিলেন নিজে মাঠে না নামতে পারলেও তার দেশ বিশ্বকাপ জিতবে এবং তিনি বিশ্বজয়ের মেডেল পাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় অবশেষে ৩৪ বছর বয়সেই নিজেকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরিয়ে নিলেন সর্বকালের অন্যতম সেরা ফ্রেন্চ ফুটবলার।