১২ দিনের সদ‍্যোজাতর জন‍্য দুধ পাম্প করে রেখে শুটিংয়ে, ট্রোলের শিকার নতুন মা ভারতী সিং

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পরও ফুরসত নেই। ১২ দিনের সদ‍্যোজাতকে বাড়িতে রেখে কাজে ফিরতে হয়েছে কমেডিয়ান ভারতী সিংকে (Bharti Singh)। গোটা গর্ভাবস্থা জুড়ে কাজ করেছেন। ডেলিভারির পর কিছু দিন বিশ্রাম নিয়েই আবার ছুটেছেন সেটে। একরত্তি ছেলের কথা মনে করে ভারতীর চোখে জল এলেও নিন্দায় মুখর নেটিজেনরা।

সম্প্রতি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিন্দা আর প্রশংসা নিয়ে মুখ খোলেন ভারতী। ডেলিভারির পরপরই তাঁর কাজে ফেরা নিয়ে দু রকম প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। একদল ভারতীর মনোবল আর শক্তির প্রশংসা করছেন। অন‍্যরা তাঁকে রীতিমতো তুলোধনা করছেন। এই কদিনের সদ‍্যোজাত বাচ্চাকে একা রেখে কাজে চলে এসেছেন! এত কীসের তাড়া?


ট্রোলের উত্তরে ভারতী বলেন, তাঁদের অতটাও সুবিধা নেই যে ডেলিভারির পর বাড়িতে বসে আরাম করবেন। এমন অনেক মেয়েই আছে যারা এক সপ্তাহের শিশুকে বাড়িতে রেখে আসতে বাধ‍্য হন। তিনি বলেন, অনেক কাজ আছে, সেগুলো করতে হয়। তার জন‍্য সন্তানকে বাড়িতে রেখে আসতেই হয়। তবে তাঁর সঙ্গে গোটা পরিবার রয়েছে। তাঁরা সকলেই নবজাতকের খেয়াল রাখছেন।

ভারতী জানান, তিনি যথেষ্ট পরিমাণ দুধ পাম্প করে রেখে আসেন বাড়িতে। সদ‍্যোজাত সেটাই খায়। তবে এখন সকলে বলছেন, ছেলে হয়েছে আর এবার এক মেয়ে হলেই পরিবার সম্পূর্ণ হয়। ভারতী জানান, তিনি দ্বিতীয় বার মা হতে রাজি, যদি কেউ গ‍্যারান্টি দিতে পারে যে কন‍্যা সন্তানই হবে। কারণ এবার একটা মেয়ে চান ভারতী।

https://www.instagram.com/p/Ccff2IKoCUh/?igshid=YmMyMTA2M2Y=

গত ৩ রা এপ্রিল মা হয়েছেন মহিলা কৌতুকশিল্পী। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তাঁর বাড়ি ফেরার দিন হাসপাতালের বাইরে সদ‍্যোজাতকে দেখার জন‍্য ভিড় জমিয়েছিল পাপারাৎজি। হাসিমুখে ক‍্যামেরার সামনে পোজ দেন ভারতী।


নিজেদের ইউটিউব চ‍্যানেলে একটি ভিডিও শেয়ার করেছিলেন ভারতী ও হর্ষ। সেখানে ডেলিভারির প্রাক মুহূর্তের কিছু অংশ তুলে ধরেছেন দম্পতি। ক‍্যাপশনে লেখা, ‘আমাদের পুত্রসন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না ও আমাদের মাঝে এসে পড়েছে। এটা স্বপ্নের মতো। সফরটা খুব আবেগঘন ছিল আর এটা আমাদের কাছে সবথেকে আনন্দকর মুহূর্ত। নিজের সন্তানকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতিটা শ্রেষ্ঠ। আমাদের মতোই আমাদের সন্তানকেও ভালবাসা দেবেন।’

সম্পর্কিত খবর

X