করতেন সাইকেল সারাই, ভাগ্য ফেরাতে কাটেন লটারি! ৬০ টাকাতেই এক কোটি জিতলেন লক্ষ্মণ

বাংলাহান্ট ডেস্ক : রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু, স্বপ্ন আর বাস্তবের মধ্যে রয়েছে যে বড় ফারাক। কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। কিন্তু, লটারি কেটেই রাতারাতি বড়লোক হয়ে গেলেন এই দিনমজুর। ঠিক কী হয়েছে?

অত্যন্ত দরিদ্র পরিবার। একসময় যার ছিল নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা এবার উত্তর ২৪ পরগনার বাগদার কুলবেড়িয়ার বাসিন্দা সেই লক্ষ্মণ ঘোষ কোটি টাকার লটারি জিতে ঘুরিয়ে ফেললেন নিজের ভাগ্যের চাকা। মাঝে মাঝেই লটারি কাটতেন। রবিবারও তেমনই ৬০ টাকা খরচ করে লটারি কেটেছিলেন তিনি। কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন সেই লটারিতেই তিনি জিতেছেন এক কোটি টাকা।

লক্ষ্মণের কথায়, ‘‘আমি লটারি কেটেছিলাম, তাতে এক কোটি টাকা পেয়েছি। এখন খুব ভাল লাগছে। এই টাকা দিয়ে ছেলে-মেয়ের স্বপ্ন আছে, তা পূরণ করব। পাশাপাশি বাড়িঘরও ঠিক করব। আমি মাঝেমাঝেই লটারি কাটতাম। তবে কোটি টাকা যে জিতে যাব তা ভাবতে পারিনি।’’

jpg 20220920 145847 0000

ঘরে কোটি কোটি টাকা আসতেই আনন্দের জোয়ারে ভাসছে ঘোষ পরিবার। স্বামী হঠাৎ কোটিপতি হয়ে যাওয়ায় লক্ষ্মণের স্ত্রী সরস্বতী ঘোষও মনে মনে ভীষণ উচ্ছ্বসিত। স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে একসাথে থাকার যে স্বপ্ন লক্ষ্মণ বুনছিলেন, এবার সেই স্বপ্ন যেন সত্যিই হতে চলেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর