‘আমি বিছানায়, ওদিকে জ্যোতিপ্রিয়র সঙ্গে দার্জিলিং এ আমার স্ত্রী…’, বিস্ফোরক TMC কাউন্সিলরের স্বামী

বাংলা হান্ট ডেস্ক: গত অক্টোবর মাসে টানা ২১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি (Ration Corruption) মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তারপর থেকে জেলে কম আর সরকারি হাসপাতালে বেশি দিন কেটেছে জ্যোতিপ্ৰিয়র। ইডির তদন্তে মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ। আর এরই মধ্যে বিস্ফোরণ ঘটালেন বিধান নগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়।

জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে নিজের স্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগে সরব ওই ব্যক্তি। একটি ভিডিয়োতে এমনই বিস্ফোরক দাবি করলেন ওই কাউন্সিলরের স্বামী। জয়ব্রতর দাবি জ্যোতিপ্রিয়র জন্য স্ত্রী নন্দিনী তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি এই নির্যাতন থেকে মুক্তি পেতে স্বেচ্ছা মৃত্যু চেয়ে তিনি বলেছেন, “আমি আর বেঁচে থাকতে চাই না।”

জয়ব্রতর অভিযোগ, বহু বছর থেকে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জ্যোতিপ্ৰিয়র। ২০১৭ সালে তার হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে তিনি কল্যাণীতে থাকা শুরু করেন। সেই সুযোগকেই কাজে লাগান জ্যোতিপ্ৰিয়। জয়ব্রতর দাবি, তার অনুপস্থিতিতেই জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন তার স্ত্রী।

তার দাবি, পুরভোটে টিকিট পাওয়ার পরেই বদলে যান স্ত্রী নন্দিনী। জয়ব্রত বলেছে, “২০১৭ সালে আমার হার্ট অ্যাটাক হয়। সেই বছরই বালুদার সঙ্গে নন্দিনী তৃণমূল যোগদান করে। তারপর থেকে আসা যাওয়ার হিসাব নেই। রাত ১১টা সাড়ে এগারোটা কোনও সময় জ্ঞান নেই। সব সময় ফোনে ব্যস্ত থাকতো। আমি ওর সঙ্গে কথা বলার সুযোগ পেতাম না”

আরও পড়ুন: হাতে মাত্র কয়েক দিন! শেষ মুহূর্তেই TET নিয়ে বিরাট আপডেট সামনে এল

তার কথায়, ‘পুরভোটে জেতার পরই হাবভাব বদলে যায় স্ত্রীর। আমায় সোজা বলল এখানে না আসতে। এরমধ্যে জানতে পারি, বালুদার সঙ্গে দার্জিলিং ঘুরে এসেছিল। বালুদা বলতে ও অজ্ঞান। তার জন্য রান্না-বান্না। কখনও মুড়ি মেখে, ফল পাকড় নিয়ে যাচ্ছে।” ভিডিয়োতে তার দাবি, ২০২২ সালে নির্বাচনে জেতার পর নন্দিনী ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলে যান।

baluii

তবে সেই সময় ফ্ল্যাট কেনার মতো অত টাকা স্ত্রীর ছিল না বলেই দাবি জয়ব্রতর। নন্দিনীকে কে ওই ফ্ল্যাট কিনে দিল সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেন জয়ব্রত। নন্দিনীর সঙ্গে দেখা করতে তার নতুন ফ্ল্যাটে উনি দেখা তো করেনই নি উল্টে পরের দিনই জয়ব্রত বিরুদ্ধে থানায় FIR করেন বলে অভিযোগ। এদিকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর স্ত্রী। তার দাবি, এই সমস্ত মিথ্যে কথা। জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বলেন জানান তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর