নিয়মে বিরাট বদল CBSE-র, পরীক্ষা খারাপ হলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ পড়ুয়াদের

বাংলাহান্ট ডেস্কঃ পরীক্ষায় ভালো না হলে আর চিন্তা বা একবছর অপেক্ষা নয়। প্রথমবার পরীক্ষা খারাপ হলে দ্বিতীয়বার তা দেওয়ার সুযোগ পেতে চলেছে পড়ুয়ারা। হ্যাঁ! এমনই নিয়ম লাগু করল সিবিএসই (CBSE)। আগামী মে মাসে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। ওই পরীক্ষা থেকেই চালু হবে নয়া এই নিয়ম। কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতির (New Education Policy) সঙ্গে সঙ্গতি রেখেই সিবিএসই-র পরীক্ষার নিয়মে এই বদল।

উল্লেখ্য, এতদিন কোনও বিষয়ে আশানুরূপ পরীক্ষা না হলে ছাত্র-ছাত্রীদের একবছর অপেক্ষা করে পরবর্তী বছর নতুন ব্যাচের সাথে তাঁরা সেই পরীক্ষায় বসতে পারত। তবে নয়া এই নিয়মে ছাত্রছাত্রীদের আর এক বছর অপেক্ষা করে থাকতে হবে না। পরীক্ষার পরপরই এই কমপার্টমেন্ট পরীক্ষায় বসতে পারবে ছাত্রছাত্রীরা। যেকোনও একটি বিষয়েই এই পরীক্ষা দেওয়া যাবে। এই পরীক্ষায় নম্বর বেশি হলে তা মূল মার্কশিটে যুক্ত হবে এবং কম্বাইন্ড মার্কশিটও দেওয়া হবে বলে খবর।

CBSE board Class 10, 12 exams 2021 date to be announced today: All you need to know

ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল ভালো করতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বোর্ডের (CBSE Board) এই নতুন নিয়মে পরীক্ষায় (Board Exam) আরও বেশি নম্বর পাওয়ার সুযোগ বাড়বে পরীক্ষার্থীদের কাছে। নয়া জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বিষয়টি আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। কারণ পূর্বের নিয়মে ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানোর বিকল্প হিসেবে অপেক্ষা করতে হত এক বছর। তবে নয়া এই নিয়মেও ছাত্রছাত্রীরা যদি একটির বেশি বিষয়ে নম্বর বাড়াতে চায়, তাহলে আগের মতই তাকে একবছর অপেক্ষা করে থাকতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সিবিএসই-র তরফে পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সিবিএসই বোর্ডের শিক্ষার্থীদের বর্তমানে পড়া মুখস্থ করার পদ্ধতিতে পড়ানো হচ্ছে, তবে কেন্দ্রের নয়া শিক্ষানীতির আদলে এবার সেই ব্যবস্থা বদল ঘটাবে বোর্ড। পরিবর্তে প্রতিনিয়ত সমস্যা সমাধানের পারদর্শিতার উপর ভিত্তি করেই ছাত্র-ছাত্রীদের যোগ্যতার মানদণ্ড বিচার হবে খুব শীঘ্রই বলে খবর।


সম্পর্কিত খবর