বাবা সরকারি স্কুলের শিক্ষক, ছেলে করতো সন্ত্রাসীদের পিস্তল সাপ্লাই! বিহার থেকে গ্রেফতার যুবক

বিহারের সারণ থেকে এক আতঙ্কবাদী কানেকশনের খবর সামনে এসেছে। পুলিশ দেব বাহুড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মাহফুজ আনসারির ছেলেকে গ্রেফতার করেছে। মাহফুজ অনসারির ছেলে জাবেদ আতঙ্কবাদীদের সাথে যোগাযোগ রাখতো বলে পুলিশের কাছে খবর রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ ২৫ বর্ষীয় জাবেদকে গ্রেফতার করেছে।

জাবেদ আতঙ্কবাদীদের পিস্তল সরবরাহ করতো বলে সূত্রের খবর। প্রাপ্ত খবর অনুযায়ী, জাবেদ কাশ্মীরের মুশতাক নামের এক যুবককে ৭ টি পিস্তল সরবরাহ করেছিল আতঙ্কবাদী কার্যকলাপ সম্পন্ন করার জন্য। কাশ্মীরের যুবকের হাত দিয়ে এই পিস্তলগুলি পাকিস্তানের আতঙ্কবাদের কাছে পৌঁছেছিল।

police 28

বিহার ও জম্মু কাশ্মীরের এসটিএফ এর জয়েন্ট অপারেশনের দরুন সোমবার দিন জাবেদকে গ্রেফতার করা হয়েছে। জাবেদ আলীগড় কলেজ থেকে পড়াশোনা করেছে আর সেখানেই তার মুশতাক নামক যুবকের সাথে বন্ধুত্ব হয়। মুশতাক আগে থেকেই আতঙ্কবাদীদের সাথে সংযুক্ত ছিল।

মুশতাক পাকিস্তানের নির্দেশ মতো আতঙ্কবাদী কর্কাণ্ডে লিপ্ত হিদায়াতুল্লাহকে পিস্তল হস্তান্তর করেছিল। যারপর পুলিশ জাবেদকে গ্রেফতার করতে মাঠে নামে। সম্প্রতি হিদায়াতুল্লাহ মালিক এবং জহুর আহমদ এর গ্রেফতারির পর পুরো লিঙ্ক সামনে আসে। এরপর থেকে পুলিশ এবং সুরক্ষা এজেন্সিগুলো হাই এলার্টে রয়েছে।

সম্পর্কিত খবর