‘দুর্নীতির কথা…’! অখিলকে ‘টাইট’ দিতে চরম পদক্ষেপ, বনমন্ত্রীর এক সিদ্ধান্তে তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এবার মন্ত্রী ভার্সেস মন্ত্রী! মহিলা পদাধিকারীকে অপমান করায় পশ্চিমবঙ্গের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে কড়া পদক্ষেপ বনমন্ত্রী বীরবাহা হাঁসদার।  সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে তিনি লিখিত অভিযোগ জানাতে চলেছেন বলে খবর।

অখিলের (Akhil Giri) বিরুদ্ধে কড়া পদক্ষেপ বনমন্ত্রীর!

বীরবাহা (Birbaha Hansda) বলেন, ‘বনদফতরের তরফ থেকে আমরা লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ জনাচ্ছি। লোকাল সিসিএফ, রেঞ্জ অফিসার, ডিএফও-র থেকেও রিপোর্ট চেয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট পাঠিয়ে দেব’। শনিবার কাঁথিতে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে সমস্যার সূত্রপাত। সেই জল এবার গড়াতে চলেছে মুখ্যমন্ত্রী অবধি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার কাঁথিতে অবৈধ দখলদার উচ্ছেদ করতে যান বনদফতরের আধিকারিকরা। সেখানে একজন মহিলা আধিকারিকও ছিলেন। অভিযোগ, সেই কাজে বাধা দেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল। মহিলা পদাধিকারীকে অপমান করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ জামিন পেতেই জোর ঝটকা! নিয়োগ মামলায় নয়া মোড় … ফের বিপাকে তৃণমূলের জীবনকৃষ্ণ? তোলপাড়

কারামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনার আয়ু মাত্র ৭-৮ দিন, ১০ দিন’। সংশ্লিষ্ট মহিলা পদাধিকারীকে বেয়াদব, জানোয়ার বলে আক্রমণ শানান বলে খবর। অখিলের এই মন্তব্যে খোদ মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে এই নিয়ে তিনি উষ্মাও প্রকাশ করেছেন। কুণাল ঘোষও স্পষ্ট জানিয়েছেন, অখিল যেভাবে কথা বলেছেন দল সেটা কোনও ভাবেই অনুমোদন করে না।

এদিকে বনদফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অখিল (Akhil Giri) বলেন, ‘শঙ্করপুরের জঙ্গলে এলাকার মধ্যে গাছগুলো যখন শুকিয়ে যায়, জ্বালানি হিসেবে যেগুলো ব্যবহৃত হয় না। বনদফতর সরকারি ট্রেজারির টাকা সরকারি হিসেবে দেখায় না। বনদফতরের নানান রকম কাজকর্ম আছে। পঞ্চায়েতে বনদফতরের কাজের হিসেব রয়েছে। আপনারা কীভাবে দুর্নীতি করছেন, সেটা জনগণ এসে বলছেন। আপনাদের কাজের খতিয়ান এবার আমরা পঞ্চায়েত দেখব’।

Akhil Giri Birbaha Hansda

এই বিষয়ে বনমন্ত্রী বীরবাহা বলেন, ‘এই বিষয়ে আমার কিছু বলার নেই। কারণ আমি ৬ মাস দায়িত্বে এসেছে। ১০০% মন দিয়ে আমি কাজ করি। আমার এই রকম কোনও দুর্নীতি বিষয়ে জানা নেই। বনদফতরে যারা কাজ করেন, তাঁরা ২৪ ঘণ্টা কাজ করেন। নিজের জীবন বিপন্ন রেখে কাজ করেন’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর