বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কলকাতা পুরসভায় ১৮ জন কাউন্সিলর নিজের পদে শপথ গ্রহণ করবেন। ১৮ জনের মধ্যে বিজেপি ৩ জন ও বামেদের ২ জন কাউন্সিলরও রয়েছে। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানের আগে বাম-বিজেপির কাউন্সিলরদের মধ্যে আলাপচারিতা পুরসভায় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ ও ৯২ নম্বর ওয়ার্ডের সিপিএমের জয়ী প্রার্থী মধুচ্ছন্দা দেবের মধ্যে সৌজন্য আলো হয়। বিজেপির সজল ঘোষ বাম প্রার্থী মধুচ্ছন্দাদেবীর সঙ্গে দেখা করেন। মধুচ্ছন্দাদেবী নহু পুরনো পুর প্রতিনিধি। আর সেই কারণেই তাঁর সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি কাজও শিখতে চেয়েছেন সজল ঘোষ। শেখাতে আপত্তি নেই বলে জানিয়েছেন মধুচ্ছন্দাদেবীও।
উল্লেখ্য, এবারের পুর নির্বাচনে তৃণমূলের সবুজ ঝড়ে উড়ে গিয়েছে লাল ও গেরুয়া শিবির। একাই ১৩৪ আসন পকেটে পুড়ে লালবাড়ি দখল করেছে তৃণমূল কংগ্রেস। এবারেও কলকাতা পুরসভা বিরোধী শূন্য। বিজেপির তিন, বামেদের ২ ও নির্দলীয় ৩ কাউন্সিলরদেরই বিরোধীদের ভূমিকা পালন করতে হবে। আর এই কারণেই হয়ত বাম প্রার্থীর সঙ্গে আলাপচারিতা করে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছেন বিজেপি প্রার্থী সজলবাবু। তবে, তাঁদের এই পরিকল্পনা কতটা সফল হবে, সেটা বলা মুশকিল।