আবার প্রলয়! বিজেপি ছাড়ছেন না মমতার মুখে উপর না করা শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, নিউ টুইস্ট?

বাংলা হান্ট ডেস্ক: পাল্টে গেল সিদ্ধান্ত! শুক্রবারই ঘটা করে ফেসবুক পোস্ট দিয়ে প্রলয় জানিয়েছিলেন, দল ছাড়ছেন। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। তবে একদিন যেতে না যেতেই শুভেন্দু সৈনিক জানিয়ে দিলেন, রাজনীতি ছাড়ছেন না। দলের সঙ্গেই থাকবেন। রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিজেপি নেতা।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরের রাজনীতির অন্যতম এক নাম প্রলয় পাল৷ প্রলয় পাল (Pralay Pal)! যেই নাম একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম ও রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল৷ সেই বিজেপি নেতা (BJP Leader) তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি যখন দল ছাড়ছেন বলে সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ন পোস্ট করেন তখন রীতিমতো ‘থ’ হয়ে গিয়েছিল সকলে।

তবে এদিন প্রলয় জানান, ‘‘দু’দিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলাম। রাজনীতি করতে এসে অত্যন্ত দুঃখ পেয়েছিলাম আমি। যখন দুই শতাংশ ভোট ছিল, সেই সময় থেকে আমি বিজেপি করি। তবে হঠাৎ মনে হয়েছিল, চোখের সামনে এ ভাবে দলের ক্ষতি দেখার চেয়ে মৃত্যু শ্রেয়। তাই আবেগে ওই পোস্ট করে ফেলেছিলাম।’’

আরও পড়ুন: দলের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করতেই বিপদ! শাস্তি পাচ্ছেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি হিসাবে দায়িত্ব সমলাচ্ছেন প্রলয়। শুক্রবার এক ফেসবুক পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়।’ তবে এই ঘোষণা যে তিনি আবেগপ্রবণ হয়ে করেছিলেন তা আজ জানিয়ে দিলেন।

দল সূত্রে শোনা যায়, সাংগঠনিক জেলা কমিটির পদাধিকারীদের নাম ঘোষণার পর থেকেই তিনি নিজেকে সরিয়ে নিচ্ছিলেন। শুক্রবার তালিকা প্রকাশের পর জেলায় দলের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ থেকেও নাকি লেফ্ট করে যান। সূত্র মারফত জানা যায়, তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতির পদে দল বদল করা পবিত্র করকে বসানো হয়েছে। তার স্ত্রীও এই পঞ্চায়েতের প্রধান।

bjp flag

আরও পড়ুন: ‘মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা! ভিক্ষা নাকি?’ এবার মুখ খুললেন পর্ষদ সভাপতি, বললেন…

আর এই পবিত্রের সঙ্গে তার বনিবনা নেই। তাই তার পদ পাওয়ায় অসন্তোষ থেকেই হয়তো রাজনীতি ছাড়তে চেয়েছিলেন। আবার তমলুক জেলার নতুন সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বিরুদ্ধেও ক্ষোভের বিষয় সামনে এসেছিল। যদিও এই সবই ওড়া খবর মাত্র। প্রলয় নিজের এই বিষয়ে কিছু খোলসা করেননি। শুধু জানিয়েছেন তিনি দলের সঙ্গেই রয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর