বাংলা হান্ট ডেস্কঃ ঘড়ির কাটায় তখন ভোর চারটা! ভোররাতে বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার (Bjp leader) বিরুদ্ধে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুরির নিচ পেটকাটি এলাকায় এক মহিলার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় গেরুয়া শিবিরের ওই নেতাকে আটক করেন স্থানীয়রা। তারপরই দেদার ধোলাই।
এলাকাবাসী গণধোলাই দেওয়া শুরু করলে সেখান থেকে পালিয়ে যান বিজেপি নেতা বাবু চন্দ। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এই বিষয়ে নির্যাতিতা মহিলার অভিযোগ, “ভোর নাগাদ বাবু চন্দ আমার স্বামীকে ডাকতে বাড়িতে আসেন। আমি তাকে জানাই যে স্বামী বাড়িতে নেই। এরপর চলেও যেতে বলি। তবে উনি যাননি।”
ওই গৃহবধূর অভিযোগ, ” বাবু চন্দ আমার কাছে এক গ্লাস জল খেতে চায়। আমি জল দিতে গেলে সেই সময় এই এলাকারই কিছু যুবক জোর করে তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে ছবি তুলতে থাকে।” তার কথায়, “আমার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। বিজেপি নেতাকে ঘেরাও করে গণপিটুনি দেয় সকলেই। এরপর কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান ওই বিজেপি নেতা।”
আরও পড়ুন: মিলবে তো অনুদান? দুর্গাপূজায় ক্লাব গুলোকে ‘৭০ হাজার টাকা’ দেওয়া নিয়ে হাইকোর্টে ফের মামলা
ওদিকে এই বিষয়ে বাবু চন্দের স্ত্রী তথা বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যা প্রণতি চন্দ বলেন, ” আমার স্বামী রাজনীতি করে জন্যই ওকে ফাঁসানো হয়েছে। ওই মহিলা আমার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিরোধী দল করি। এর আগেও আমরা বিজেপি করি জন্য আমাদের উপর চড়াও হয়ে মারধোর করেছে। আমি এই বিষয়ে থানায় অভিযোগ জানাবো।”
আরও পড়ুন: দুপুর ২টোর মধ্যে আনুন…CBI-কে বিরাট নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, আজই সব ফাঁস?
অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিম্পা রায় বলেন, ” অত্যন্ত লজ্জা জনক একটি ঘটনা। এই বিষয়ে আমি থানায় ফোন করে জানিয়েছি। অবশ্যই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবো আমি।”