বাংলা হান্ট ডেস্ক : আগামী ২২ জানুয়ারি রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সহ একাধিক রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। আর এবার বাংলাতেও ছুটি চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
এইদিন রামচন্দ্রের জন্মভূমি পুনরুদ্ধারের কাহিনী বিশদে জানানোর পর চিঠির শেষে তিনি লিখেছেন, ‘আপনার সদুত্তরের আশাপ্রার্থী।’ সুকান্ত তার চিঠিতে লেখেন, ‘আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল আমলে একাধিক নতুন ছুটি যোগ হয়েছে বাংলার ক্যালেন্ডারে। যারমধ্যে রয়েছে ১লা জানুয়ারি, জন্মাষ্টমী, ছট পুজো। এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে।’ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন সুকান্ত।
আরও পড়ুন : পাত্তা পাবেনা KGF, ‘হনুমান’র হিন্দি সংস্করণের আয় দেখলে মাথা খারাপ হবে আপনারও
গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারি শিল্প প্রতিষ্ঠান দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখা হয়। একই সাথে উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যেও ঐদিন ছুটি ঘোষণা করা হয়েছে। একইসাথে উত্তরপ্রদেশে বন্ধ রাখা হবে মদের দোকানও।
আরও পড়ুন : এবার দেড়শো বইয়ের লক্ষ্য নিলেন লেখিকা মমতা, কলকাতা বইমেলায় এসে ঘোষণা করলেন নিজেই
সেই সাথে উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, অসম, হরিয়ানা সরকারও রাজ্যে মদের দোকান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এদিকে গোয়াতেও সমস্ত স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। সেই সাথে বলা হয়েছে ২২ জানুয়ারি, সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাম মন্দির উদ্বোধনের লাইভ অনুষ্ঠান দেখানো হবে টেলিভিশনের পর্দায়। যদিও বাংলায় তৃণমূল সরকার সুকান্তর দাবিকে মান্যতা দেবেন কী না তা বেশ স্পষ্ট নয়।