‘আপনারা শঙ্খধ্বনি করবেন…’, ‘মমতাকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব,’ হুঙ্কার শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Loksabha Vote) আগে ক্রমশ্যই চড়ছে রাজনীতির পারদ। চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পালা। শাসক থেকে বিরোধী ঝাঁজ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) প্রাক্তন করার হুঙ্কার শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায়। নিজের গড়ে দাঁড়িয়েই মমতাকে প্রাক্তন করার প্রতিজ্ঞা গেরুয়া বিধায়কের।
বুধবার ভগবানপুরের জুখিয়াতে ‘অত্যাচারিত’ দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে যান শুভেন্দু। বিরোধী দলনেতার সঙ্গেই ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। গ্রামবাসীদের অভিযোগ, রাতের দিক করে তল্লাশির নামে ভগবানপুরের জুখিয়াতে দলীয় কর্মী সমর্থকদের উপর অত্যাচার করে পুলিশ। বুধবার, দলের সেই সকল কর্মী সমর্থকদের সাথে দেখা করতেই তাদের বাড়িতে যান বিরোধী দলনেতা।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে দাঁড়িয়েই হুঙ্কার করে শুভেন্দু বলেন, “লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে তৃণমূল। আর এই সিটে ৫০ হাজার মাইনাস হবে। আমরা ব্রিটিশ তাড়ানি লোক, আমরা নন্দীগ্রাম করা লোক, এখানে যত অত্যাচার করবে, লোক তত আমাদের পক্ষে হবে।”
suvendu sm
পাশাপাশি এদিন শুভেন্দু বলেন, “এর পরে ওয়ারেন্টের নোটিস না দিয়ে এইভাবে বর্গীর মতো হামলা করলে পাল্টা আপনারা শঙ্খধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায়, চোর মমতার পুলিশকে সেই ভাষাতেই উত্তর দেবেন।’’ এখানেই শেষ নয়, হুঙ্কার করে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব।’ পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এমনই চ্যালেঞ্জ করেন শুভেন্দু।
Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর