দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়তেই স্বামীকে নিয়ে লাইভে এসে গোটা ঘটনা পরিষ্কার করলেন চন্দনা বাউরি

বাংলা হান্ট ডেস্কঃ বাঁকুড়ারা শালতোড়ার বিজেপির বিধায়ক চন্দনা বাউরিকে (Chandana Bauri) নিয়ে হুলস্থূল কাণ্ড। বিজেপির বিধায়কের বিরুদ্ধে দলীয় কর্মী তথা গাড়ির ড্রাইভারের সঙ্গে বিয়ে করার খবর রটেছে। বিধায়ক চন্দনা বাউরি নিজেই বিবাহিতা এমনকি ওনার একটি সন্তানও রয়েছে। পাশাপাশি যার সঙ্গে বিধায়কের বিয়ে করার খবর রটেছে, সেই বিজেপি কর্মী কৃষ্ণ কুণ্ডুও বিবাহিত।

চারিদিকে এমন খবর রটার পর বিজেপির বিধায়ক চন্দনা বাউরি নিজে ফেসবুক লাইভে (Facebook Live) এসে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ওনার বিরুদ্ধে বিরোধীরা কুৎসা রটাচ্ছে। এর আগেও বহুবার এমন ভুয়ো খবর ছড়ানো হয়েছিল ওনাকে নিয়ে।

চন্দনা বাউরি জানান, তিনি পারিবারিক সমস্যা নিয়ে থানায় গিয়েছিলেন। সেটা মিটেও গিয়েছে। চন্দনা জানান, আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এর আগে চারিদিকে পোস্টার টাঙানো হয়েছিল যে আমি নিখোঁজ। চন্দনা বলেন, আমার বেতন নিয়েও কুৎসা রটানো হয়েছিল। ওঁরা বলেছিল আমি নাকি ৮২ হাজার টাকা পাচ্ছি।

চন্দনা বলেন, এমন কুৎসায় কান দেবেন না। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার উপর বিশ্বাস করতে পারেন। বিরোধীরা এমন কুৎসা রটিয়ে যাবেই সেসবে কান দেওয়ার দরকার নেই। উল্লেখ্য, চন্দনা বাউরিকে এই লাইভ ভিডিওতে তাঁর পাশে তাঁর স্বামীকেও দেখা যায়। দুজনই নিজের বাড়ি থেকে লাইভ করে ঘটনা নিয়ে বিবরণ দেন। যদিও, চন্দনার স্বামীকে লাইভে কিছু বলতে দেখা যায়নি।

Koushik Dutta

সম্পর্কিত খবর