বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে সাম্প্রতিক অতীতে একাধিকবার ভবানীপুরের নাম শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্রে ঘনঘন যাতায়াতও করছেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। রবিবার সেখানে ‘মন কি বাত’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর সেই বিষয়ে মুখ খোলেন পদ্ম নেতা। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বড় মন্তব্য করেন।
পিএম মোদীকে নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
ভবানীপুরে ‘মন কি বাত’ অনুষ্ঠানে শুভেন্দু বলেন, ‘ভবানীপুর কি ভারতের বাইরে নাকি পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, আমরাও শুনতে পারি। আমরা ভারতীয়। আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব’।
এরপরেই শুভেন্দু দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একবারও তাঁর দলকে ভোট দেওয়ার কথা বলেননি। নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী একবারও বলেননি আমার দলকে ভোট দিন। আমরাও কেউ এখানে ঝাণ্ডা হাতে আসিনি’।
উল্লেখ্য, সম্প্রতি মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে তোপ দাগেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মহাকুম্ভ আমি নাই বা বললাম। এখন ওটা মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’। মমতার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে এবার কুম্ভকে ‘একতার মহাকুম্ভ’ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী।
পিএম মোদী এদিন অভিযোগ করেন, কিছু নেতা ধর্ম নিয়ে পরিহাস করছেন। রাজ্যের শাসকদল তৃণমূল (Trinamool Congress) অবশ্য নিজেদের অবস্থানে অনড়। এত মৃত্যুর ঘটনার পরেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ নিয়ে মানবাধিকার কমিশন চুপ কেন? প্রশ্ন জোড়াফুল শিবিরের।
এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল। গতবার নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সাম্প্রতিক অতীতে ভবানীপুর নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে কি ছাব্বিশের ভোটে শুভেন্দুর ‘নজর’ ভবানীপুর? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সেই চর্চা।