প্রার্থীর থেকে তারকা প্রচারক বেশি! ত্রিপুরায় বিজেপির কটাক্ষের মুখে তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরার (Tripura) দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। জোর কদমে চলছে রাজ্য জয়ের প্রস্তুতি। ঘোষণা হয়ে গেছে সব দলের প্রার্থী তালিকা। অন্যদিকে, বাংলার শাসকদল মাত্র ২৮ আসনে প্রার্থী দিয়েছে ত্রিপুরায়। সেই নিয়েই জোর রাজনৈতিক তরজা। এরই মধ্যে মোট ৩৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল (Trinamool Congress)। যার পরিমান দাঁড়ানো প্রার্থী সংখ্যা থেকেও অনেক বেশি।

যেখানে ২৮ আসনে প্রার্থী, সেখানে তারকা প্রচারক ৩৭ জন! এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ময়দানে নেমেছে বিজেপি (BJP)। ত্রিপুরা নির্বাচনের প্রচারের জন্য বাকি আর ১৩ দিন। এরই মধ্যে এই তারকা প্রচারক নিয়েই জোর তরজা। এই বিষয়ে ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক অস্মিতা বণিকের মন্তব্য, ‘ত্রিপুরায় পরিবর্তনের দাবি তোলার আগে সব আসনে প্রার্থী দিক তৃণমূল।’

বিধানসভা নির্বাচনের পূর্বে পরিবর্তনের বার্তা দিতেই দলের শীর্ষ নেতৃত্ব রাজ্য সফরে আসছেন বলে জানিয়েছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। পাশাপাশিমুখ্যমন্ত্রীর পাথেয় করেই ত্রিপুরায় নতুন যূগ আসতে চলেছে বলেও দাবি। তবে এই নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ত্রিপুরার শাসকদল বিজেপি বাহিনী।

তৃণমূলকে একহাত নিয়ে ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক, অস্মিতা বণিক বলেন, ‘গত ৫ বছরে নরেন্দ্র মোদির উন্নয়নের মধ্য দিয়ে ত্রিপুরায় নতুন যূগ এসে গেছে। তার জন্য তৃণমূলের দরকার নেই। ত্রিপুরায় পরিবর্তনের দাবি জানাতে আসার আগে, সব আসনে প্রার্থী দিক তৃণমূল।’

bjp tmc

বিরোধীদের কটাক্ষের জবাবে পাল্টা ত্রিপুরা তৃণমূলের দায়িত্ব প্রাপ্ত রাজীব বন্দোপাধ্যায় বলেন, ” ত্রিপুরায় সর্বত্র আমাদের দলের সংগঠন এখনও যথেষ্ট শক্তিশালী নয়। যেখানে আমাদের শক্তি নেই, সেখানে প্রার্থী দিয়ে আমরা বিজেপিকে সুবিধা করে দিতে চাই না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর