পুরস্কারের টাকা না পেয়ে বিজেপির সাংসদকে বন্দি করে রাখল খেলোয়াড়রা, যোগীরাজ্যে তুমুল হাঙ্গামা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের শাহজাহানপুরে যদুনাথ সিং স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলার একটি প্রতিযোগতায় পুরস্কার বিতরণ সভায় তুমুল হাঙ্গামার সৃষ্টি হয়। পুরস্কার রাশি না পাওয়ায় খেলোয়াড়রা উগ্র হয়ে যায় আর স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিজেপির (Bharatiya Janata Party) সাংসদ অরুণ সাগর (Arun Sagar)। স্টেডিয়ামের গেট বন্ধ করে রাখার কারণে ওনাকে প্রায় দেড় ঘণ্টা স্টেডিয়ামের ভিতরে আটকে থাকতে হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, উগ্র বিক্ষোভকারী খেলোয়াড়দের সামনে তাঁরা অসহায় হয়ে পড়ে। এরপর পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয়। পুলিশ খেলোয়াড়দের স্টেডিয়ামের বাইরে বের করে দেয় এবং গেট খুলে দেয়। এরপর খেলোয়াড়রা সাংসদের গাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত কয়েকদিন ধরে চলা এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। আর সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য খেলোয়াড়রা স্টেডিয়ামে জড় হয়েছিলেন। দুপুরে খেলোয়াড়দের একে একে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হচ্ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপির সাংসদ অরুণ সাগর।

bjp mp arun kumar sagar

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ী মহিলা ক্রিকেট টিমকে ২১ হাজার টাকা আর কবাডি টিমকে ২ হাজার ১০০ টাকা দেওয়া হয়। কিন্তু অ্যাথলিট, রানিং, লং জাম্প এবং বাকিদের শুধুমাত্র জয়ের শংসাপত্রই দেওয়া হয়। তাঁদের কোনও টাকা দেওয়া হয়নি। এই কারণেই তাঁরা চটে গিয়ে হাঙ্গামা শুরু করে দেয়। সাংসদের কাছে তাঁরা টাকা চাওয়া শুরু করে, কিন্তু সাংসদ সেই দাবি শুনেও নজরান্দাজ করে ফেলেন। এরপরই খেলোয়াড়রা চটে যায় আর সাংসদকে কার্যত বন্দি করে রাখে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর