‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাকরিহারাদের টাকা ফেরত দেওয়া হোক’! ২৬০০০ কাণ্ডে বড় দাবি সুকান্তর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। চাকরিহারাদের পরিবারে হাহাকার পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাকরিহারাদের টাকা ফেরতের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসঙ্গে তৃণমূল থেকেও টাকা আদায়ের কথা বলেছেন তিনি।

‘তৃণমূলের কাছেই টাকা গিয়েছে’! বিস্ফোরক সুকান্ত (Sukanta Majumdar)

নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। এই দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ালেও চাকরিজীবীদের লাভ হল না। শেষ অবধি উচ্চ আদালতের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত।

গতকাল সকাল ১০:৩০ নাগাদ রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত জানায়, ‘হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনও কারণ খুঁজে পাইনি। যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় বৃহত্তর পরিসরে জালিয়াতি ও প্রতারণা হয়েছে, সেই কারণে আমরা হস্তক্ষেপ করার কোনও কারণ দেখতে পাইনি’।

আরও পড়ুনঃ জটা, দাঁড়ি কেটে নেয় দুষ্কৃতীরা! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হিন্দু ধর্মগুরু

এবার ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে নিশানা করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, ‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাকরিহারাদের টাকা ফেরত দেওয়া হোক। তৃণমূলের কাছ থেকেও টাকা আদায় করা হোক। কারণ টাকা গিয়েছে তৃণমূলের কাছেই’।

Sukanta Majumdar

এখানেই না থেমে সুকান্ত (Sukanta Majumdar) আরও বলেন, ‘ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয় চোরদের বাঁচাতে হবে, তাহলে সেই ক্যাবিনেটের যিনি মাথা, যার অনুপ্রেরণায় সব হয়, তিনি সহ গোটা ক্যাবিনেটের উচিত জেলে থাকা। যোগ্যদের বাঁচাতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করুন। দরকার পড়লে ফের সুপ্রিম কোর্টে যাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X