বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুমে ভোটার টানতে নতুন কৌশল নিল রাজ্য বিজেপি (BJP)। মহালয়ার দিন থেকেই গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ সংগঠনগুলির মাধ্যমে মহিলাদের হাতে শাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যদিও এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জেলায় জেলায় মহিলাদের হাতে লাল পেড়ে শাড়ি দেবে বিজেপি (BJP)
বঙ্গ বিজেপি (BJP) সূত্রে খবর, “জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছে যাবে শাড়ি। জেলায়-জেলায় মহিলাদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হবে লাল পেড়ে সেই শাড়ি। যদিও সরাসরি বিজেপি নয়, তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলে জানা গিয়েছে। এই উপহারের মাধ্যমে মহিলা ভোট ব্যাংকে দখল মজবুত করাই বিজেপির মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
কটাক্ষ কুণাল ঘোষের
এই উদ্যোগকে কেন্দ্র করে কটাক্ষের সুর তুলেছে রাজ্যের শাসক দল। দলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিজেপি উপহার দেবে, এত লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবেন? দিলীপ ঘোষের বাড়ির লোকের পর্যন্ত স্বাস্থ্যসাথী করানো রয়েছে। বিজেপির অর্ধেকের বাড়ির লোক নেতা-মন্ত্রীদের স্কিমগুলি পান। শাড়ি কেউ দিলেই হাসিমুখে ভোট দিয়ে দেবেন! ভোটটা তো দেবেন তৃণমূলে।”
প্রসঙ্গত, দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে বঙ্গ বিজেপি। সেই অনুদান বণ্টনের দায়িত্ব রয়েছে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটির হাতে। তবে শর্ত রাখা হয়েছে যে, অনুদান নিলে মণ্ডপে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, “এটা কোনও অন্যায় নয়। সরকার টাকা দিলে যদি পুজো কমিটিগুলো মমতা আর অভিষেকের ছবি রাখাতে পারে, তবে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখার অসুবিধা কোথায়?”
আরও পড়ুনঃ তারকেশ্বরে খাসির নামে বিক্রি হচ্ছে ছাগলের মাংস! নাম জড়াল শাসকদলের, চম্পট মাংস বিক্রেতা
সবমিলিয়ে, দুর্গাপুজোর আবহে নারী ভোটারদের টানতে শাড়ি বিলি থেকে শুরু করে অনুদান বিতরণ ইত্যাদি বিভিন্ন উদ্যোগে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি (BJP)। তবে এই পদক্ষেপ কতটা কার্যকর হবে এবং তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, এখনই বলা কঠিন। আপাতত পুজোর আগে রাজনৈতিক মহল সরগরম ‘শাড়ি রাজনীতি’ ঘিরে।