রামের কর্মসূচিতে বাধা পেলেই অ্যাকশন! হেল্পলাইন চালু করে দিল বঙ্গ BJP, ফোন করুন এই নম্বরে

বাংলাহান্ট ডেস্ক: আজ ২২ জানুয়ারি, রাম মন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Mandir Inauguration)। সামনেই সেই মহেন্দ্রক্ষন। ৫৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। সারা দেশবাসী এখন সেই ঐতিহাসিক মুহুর্তের জন্য অপেক্ষা করছেন। দেশ জুড়ে সাজো সাজো রব। এদিকে, বিজেপির পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে রামের পুজোকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। বাদ যায়নি বঙ্গ বিজেপিও (Bengal BJP)। আজ দিনভর ঠাসা কর্মসূচী রয়েছে নেতা-নেত্রীদের।

এই অনুষ্ঠানকে ঘিরে তোড়জোড় সর্বাধিক পরিলক্ষিত হচ্ছে গেরুয়া শিবিরে। পাশাপাশি এরাজ্যেও বিভিন্ন উৎসবের আয়োজন করেছেন রামভক্তরা। তবে অভিযোগ আসতে শুরু করেছে যে অনেক জায়গাতেই পুলিশ উৎসব আয়োজনে বাধা দিচ্ছে। আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহু জায়গায় এই রামমন্দির ইস্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতি। আর রাম মন্দির নিয়ে কর্মসূচি পালন করতে গিয়ে বাধা আসলেও আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এবার এই সমস্যা দমনে নামল গেরুয়া শিবির।

রামের পুজোর দিন কোনও কর্মসূচীতে বাধা পেলেই এবার কড়া ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি। এই লক্ষ্যেই চালু হল হেল্পলাইন (BJP Helpline)। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স হ্যান্ডেলে এনিয়ে একটি পোস্ট করে জানানো হয়েছে, ২২ জানুয়ারি ২০২৪ কোনও জায়গায় রামমন্দির নিয়ে কর্মসূচি পালন করতে গিয়ে কোনও বাধা পেলে বা কোনও অপ্রীতিকর ঘটনার আইনি সহযোগিতার জন্য় কল করুন এই হেল্পলাইনে 7605026115। প্রয়োজন হলেই এই নম্বরে ফোন করতে পারেন।

rss bjp

আজকের দিন গোটা দেশের হিন্দুদের কাছে অত্যন্ত আবেগের। আর সেই দিনের রামের পুজোয় বাধা দিলে আপনিও ফোন করতে পারেন এই হেল্পলাইন নম্বরে। হেল্পলাইন নম্বরে ফোন করলেই বিজেপির তরফে আপনাকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

আরও পড়ুন: নিয়োগ কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি অতীত! এবার অন্য দুর্নীতিতে শহরে ED-র চিরুনি তল্লাশি, শোরগোল

আজ লক্ষ লক্ষ মানুষ অযোধ্যায় ভিড় জমিয়েছেন শুধুমাত্র এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বলে। বাংলাতেও একাধিক বিজেপি নেতৃত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ রাজ্য থেকে অধিকাংশ বিজেপি নেতারাই তাদের নিজের জায়গায় নানা কর্মসূচী পালন করবেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর