বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন দিন সকালেই উত্তপ্ত হয়ে উঠল বাগনান (bagnan)। তৃণমূলের (tmc) ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির (bjp) বিরুদ্ধে। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প অফিস করা হয়েছিল।
উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সিআরপিএফ। ঘটনাস্থল বাগনানের ২২৮ নং বুথ। বিজেপির পক্ষ থেকে বিজেপি প্রার্থী জানিয়েছেন, এই ঘটনার ব্যাপারে গতকালই নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছিল। কিন্তু এবিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠেছে, বিজেপি নেতা অনুপম মল্লিকের নেতৃত্বে সেখানকার তৃণমূল ক্যাম্পে ভাঙচুর চালায় বিজেপির হার্মাদরা। নির্বাচন কমিশনের ১০০ মিটারের মধ্যে দলীয় পতাকা থাকবে না। কিন্তু এখানে ১০০ মিটারটা তাহলে মেপে দেওয়া হোক।