২০২৪-এ আমি থাকি আর না থাকি, ২০১৪-র লোকেরা থাকবে না! মোদিকে নিশানা নীতিশের

বাংলাহান্ট ডেস্ক : নতুন সরকার গড়েই সুর বদল নীতিশ কুমারের (Nitish Kumar)। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (PM Narendra Modi) নিশানা করলেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিজেপির (BJP) সঙ্গ ত্যাগ করেছেন তিনি। ইস্তফা দেন সরকার থেকেও। এরপরই তেজস্বী যাদবের সঙ্গে জোট করে মহাজোটের সরকার গড়লেন নীতিশ কুমার। আর তারপরই রীতিমতো হুমকি দিলেন মোদিকে। বললেন তিনি ক্ষমতায় থাকুন আর নাই থাকুন, ২০২৪ সালে বিজেপি আর ক্ষমতায় আসছে না।

আর অষ্টমবারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই বিজেপিকে তোপ দাগলেন নীতীশ কুমার। বিগত কয়েকমাস ধরে বিজেপির সঙ্গে মতানৈক্য চলছিল নীতীশ কুমারের। সেই মতবিরোধে ঘি ঢালার কাজ করে নীতি আয়োগের বৈঠকে নীতীশের অনুপস্থিতি। তারপরই বদলে যায় গোটা চিত্রনাট্য।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহারের নতুন মুখ্যমন্ত্রী বলেন, মোদি ২০১৪ সালে জিতেছিলেন। কিন্তু আগামী অর্থাৎ ২০২৪ সালের জন্যে তাঁর এবার চিন্তা করার দরকার আছে। তবে নতুন সরকার মসৃণ ভাবেই চলবে আশাবাদী জেডিইউ শীর্ষনেতা।

আগামী ২০২৪ সালে প্রধানমন্ত্রী পদ প্রার্থী হওয়া নিয়ে নীতীশ বলেন, আপাতত ওই পদের জন্যে কেউ দাবিদার নেই। বিজেপি ২০১৪ সালে এসেছিল, তারা ২০২৪ সালের পর থাকবে না। এমনই দাবি করলেন নীতিশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আমি ২০২০ সালে মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু জোর করে আমাকে বসানো হয়।’ এরপর সবাই সবকিছু দেখেছে বলে মন্তব্য করেন নীতিশ কুমার।

এরপরই নীতিশ নিশানা করেন জেপি নাড্ডাকেও। তিনি বলেন, ‘যারা বলেছিলেন বিপক্ষ কেউ নেই। তাঁদের জন্য বলি আমরা বিপক্ষে এসে গেছি।’ বিহারের এক জনসভায় জেপি নাড্ডা একবার বলেন, ভারত থেকে সমস্ত আঞ্চলিক দল শেষ হয়ে যাবে। শুধু বিজেপিই থাকবে ভারতে। সেই মন্তব্যের উত্তর আজ দিলেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রী হওয়ার পরই সকলকে ধন্যবাদ জানান জেডিইউ সুপ্রিমো। তিনি বলেন, বিহারের সমস্ত মানুষ আজ খুশি। বিহারের যুবকদের জন্য কাজ করবে বলে দাবি করে নীতিশ কুমার নেতৃত্বাধীন নতুন বিহার সরকার।

ad

Sudipto

সম্পর্কিত খবর