বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের ধারা অব্যাহত। দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। লোকসভা ভোটে টিকিট না পেয়ে দলত্যাগ করেন এই দুঁদে রাজনীতিবিদ। তবে এবার তাঁর ‘গড়ে’ই একাধিক বিজেপি কর্মী তুলে নিলেন তৃণমূলের পতাকা। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)।
নেতা থেকে কর্মী, চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে দলবদল করেছেন অনেকে। বরানগরের বিধায়ক তাপস রায়, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীও ‘ফুলবদল’ করেছেন। সেই সঙ্গেই একাধিক জেলার কর্মীরাও বদলেছেন দল। সম্প্রতি এমনটাই হয়েছে ‘অর্জুন-গড়ে’। রবিবার উত্তর ২৪ পরগণার দোগাছিয়ায় পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দেন প্রায় ৪০ জন বিজেপি (BJP) কর্মী।
এদিন তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পরেই অর্জুন সিংকে নিশানা করেন পার্থ। সেচমন্ত্রী বলেন, ‘মানুষের উচ্ছ্বাস তো দেখতেই পাচ্ছেন। মানুষ আর ২০১৯ ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছেন না। আমার বন্ধু যদি বিজেপি থেকে প্রার্থী হন তাহলে সেখানে বিজেপি করার লোক থাকবে না’। দলে দলে সব মানুষ উল্টো দিকে চলে আসবেন বলে দাবি করেন জোড়াফুল প্রার্থী।
আরও পড়ুনঃ তমলুকে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জল্পনার অবসান ঘটিয়ে বিরাট কথা বললেন শুভেন্দু
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। এরপরেই ক্ষোভ উগড়ে দেন অর্জুন সিং। সম্প্রতি তিনি দাবি করেন, নৈহাটির বুকে সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিঘা-বিঘা জমি আছে এবং তাঁদের সাহায্য করেছেন স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক। এটুকুই নয়! শাহজাহানকে বাঁচাতে পার্থকে সন্দেশখালি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এমন দাবিও করেন অর্জুন।
যদিও বিজেপি নেতার এহেন মন্তব্যকে বিশেষ পাত্তা দেননি তৃণমূলের পার্থ। তিনি সাফ বলেন, ‘আমি কিসে যুক্ত আর কিসে যুক্ত নই সেটা এলাকার মানুষ জানে। সেকথা ওঁকে বলতে হবে না। ও বিজেপিতে যাচ্ছে। তার আগে হাওয়া তৈরি করতে এসব বলছে। সরকারি ওয়েবসাইট খুললেই তো কার নামে কোথায় জমি আছে সেটা দেখা যায়’।