রাস্তায় দাঁড়িয়ে সেলফি নিচ্ছিল তিন বান্ধবি, আচমকাই চলে এলো ভাল্লুক! ভিডিও দেখলে গায়ের লোম দাঁড়াতে বাধ্য আপনার

বাংলা হান্ট ডেস্কঃ যেকোন বন্য পশুকে দেখেই সবার হার্টবিট বেড়ে যায়। তাহলে ভাবুন, কোন বন্য প্রাণী যদি এসে আপনার পা ধরে, তখন কি অবস্থা হবে আপনার? এরকমই একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি ভাল্লুক (Wild Bear) দু থেকে তিনজনের আচমকাই সামনে এসে তাঁদের চমকে দেয়। এমনকি ভাল্লুকটি দুই পায়ে দাঁড়িয়ে তাঁদের গায়েও ঢলে পড়ে। ভিডিও দেখে মনে হবে, ভাল্লুকটি মেয়ে গুলোর সাথে কোলাকুলি করতে চাইছে।

https://twitter.com/susantananda3/status/1284745592237772801

একটি মেয়ের সামনে এসে ভাল্লুকটি নিজের দিকে মেয়েটিকে টেকে তাঁর সাথে কোলাকুলি করার চেষ্টা করে। যদিও, একটু পরেই সে মেয়েটিকে ছেড়ে দেয় আর তাঁদের ছেড়ে চলে যেতে থাকে যদিও আবার ফেরত আসে ভাল্লুকটি আর এবার মেয়েটির পা জড়িয়ে ধরে। এরপর আবারও সে তাঁদের ছেড়ে চলে যায়। যদিও পুরোপুরি ছেড়ে যায় না সে। আবার ফিরে এসে মেয়ে গুলোর গায়ের গন্ধ নেওয়া শুরু করে। ভাল্লুকের এই কীর্তি দেখে তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে একটু একটু করে ভাল্লুকের থেকে দূরে যেতে দেখা যায়।

এই ভিডিও ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ওই ভিডিও পোস্ট করে সুশান্ত নন্দা লেখেন, ভাল্লুকটি নিজের বান্ধবীকে খুব বেশি করে মিস করছিল।” বোন বিভাগের আধিকারিক মহিলার বাহাদুরির প্রশংসা করে লেখেন, মহিলা গুলো খুবই সাহসি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর