বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের(corona virus) জেরে আতঙ্কিত সারা বিশ্ববাসী। পাশাপাশি চলছে লকডাউন (lockdown)। আর এই লক ডাউনে কিছু মানুষ কালোবাজারি। খাস কলকাতায় রেশন দোকানের গোডাউনে হানা দিয়ে বস্তা বস্তা চাস-গম উদ্ধার করল পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, চিৎপুরের বীরপাড়ায় (Birpara of Chitpur) অবস্থিত রেশন দোকানটি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই রেশন দোকান থেকে চল-গম দেওয়া হচ্ছিল না। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই এদিন হানা দেয় পুলিস। গোডাউন থেকে উদ্ধার হয় বস্তা বস্তা চাল ও গম। কালোবাজারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রেশন দোকানের মালিকের ছেলেকে। তবে মালিক পলাতক। প্রসঙ্গত, রাজ্যের গরিব-দুঃস্থ মানুষের বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।
পাশাপাশি, লকডাউনের মধ্যে যাতে কোনও ব্যবসায়ী কালোবাজারি করতে না পারে, সেজন্য পুলিস প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।