ভাইরাল ভিডিও: অনবদ‍্য সুরে খালি গলায় বাংলা গান গেয়ে মাত করল প্রতিবন্ধী কিশোর, প্রশংসার ঢল নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় প্রতিদিনই নানান ভিডিও (video) ভাইরাল (video viral) হয়। বহু নিত‍্যনতুন প্রতিভার পরিচয় পাওয়া যায় নেটদুনিয়া থেকে। নেটিজেনদের হতবাক করে দেওয়ার ক্ষমতা থাকে তাদের সকলেরই। কিন্তু কেউ কেউ প্রতিভার যোগ‍্য সম্মান পায় আবার কেউ কেউ অন্ধকারেই থেকে যায়।
সম্প্রতি এমনই এক প্রতিভার খৌঁজ পাওয়া গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এক কিশোরের কণ্ঠে অনবদ‍্য বাংলা গান শুনে মুগ্ধ হয়েছে নেটিজেনরা। ‘তুমি কার পোষা পাখি’ গানটি খালি গলায় গেয়ে শুনিয়েছে সে। সঙ্গে নিজেই টেবিলে তালি বাজিয়ে দিয়েছে গানের তাল। এতটুকু বয়সে তার উদাত্ত কণ্ঠে মাতোয়ারা হয়েছে নেটজনতা।

IMG 20200805 185641
জানা গিয়েছে, ওই কিশোরের নাম মোস্তাক। সে শারীরিক ভাবে প্রতিবন্ধী। চোখে দেখতে পায় না ছোট্ট মোস্তাক। কিন্তু তার কণ্ঠে রয়েছে জাদু যা দিয়ে মানুষের মন ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে। ভাইরাল ভিডিওটি দেখে বাহবা দিয়েছে নেটিজেনরা। কিশোরের অসাধারন প্রতিভার প্রশংসা করেছেন সকলেই।
৭০ লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। লাইক পড়েছে ৮৬ হাজারের বেশি। ৬১ হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে এই ভিডিও। সোশ‍্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল মোস্তাকের এই গানের ভিডিও।

https://www.facebook.com/tasrifkhan.official/videos/647508639189243/?sfnsn=wiwspwa&extid=1uRxuL5ykZ7SFaa0&d=w&vh=e

সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর