কপাল পুড়ল হার্দিকের, ৩ ম্যাচ হারতেই কাটা পড়ল নাম! T20-র জন্য ধোনির শিষ্যের উপর নজর BCCI-র

   

বাংলা হান্ট ডেস্ক : আগামি ২ জুন থেকে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপ। আসরে বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে দীর্ঘ এক দশক আর কোনও ICC ট্রফি জেতেনি ভারত। তাই স্বাভাবিকভাবেই এই বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত সচেতন BCCI। বেশ ভাবনা চিন্তা করেই টিম সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (Board Of Control For Cricket In India)। যে কারণে বিশেষ নজর রয়েছে IPL-র উপরেও।

কিছু নাম তো ইতিমধ্যেই শর্টলিস্ট করে ফেলেছে BCCI, তবে এখনও কিছু তারকাকে নিয়ে চলছে জল্পনা। এমনিতে অলরাউন্ডার হিসেবে প্রথমেই মাথায় আসে হার্দিকের নাম। তবে চলতি IPL-র শুরুর থেকে হার্দিকের পারফরম্যান্স অতটাও নজরকাড়ার মত নয়। যে কারণে, স্কোয়াডে হার্দিক আদৌ জায়গা পাবে কী না তা নিয়ে বেশ সন্দিহান ভক্তরাও। তবে মুম্বাইয়ের আরও একজন এমন প্লেয়ার রয়েছেন যিনি রীতিমত ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন।

উল্লেখ্য, এখনও পর্যন্ত আইপিএল-এ মোট তিনটি ম্যাচ খেলেছে মুম্বাই। তিনটি ম্যাচেই বিপক্ষের হাতে নিজেদের সমর্পন করে দিয়েছে MI। সেই সাথে হার্দিকের নিজস্ব পারফরম্যান্সও বিশেষ ভালো ছিলনা। তিন ম্যাচে ১১, ২৩ এবং ৩৩ রান করেছেন তিনি। একইসাথে বোলিং-এও সেরকম ছাপ ফেলতে পারেননি তিনি।

আরও পড়ুন : ইডেনে টানা ৫টি ম্যাচ খেলবে কলকাতা, কবে ও কোথায় পাবেন KKR-এর টিকিট?

102284335

হার্দিক যেখানে ক্রমাগত ফ্লপ হতে থাকলেও যথেষ্ট ভালো খেলছেন শিবম দুবেক। তার দুর্দান্ত পারফরম্যান্সে নাকি মুগ্ধ নির্বাচকরাও। চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছেন তিনি। RCB থেকে শুরু করে গুজরাটের বিরুদ্ধে, প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ১৫১ স্ট্রাইক রেটের সাথে তিন ম্যাচে তার গড় ছিল ৫০। ১টি হাফ সেঞ্চুরিও করেছেন শিবম। এমতাবস্থায় তিনি হার্দিকের জায়গা নিতে পারবেন কী না তা বলা মুশকিল হলেও, কোথাও না কোথাও শিবমের পারফরম্যান্স নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর