বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই হায়দ্রাবাদে জলের মধ্যে বিরিয়ানির হাঁড়ি ভাসার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই রকমই একটি ঘটনার সাক্ষী থাকলো হুগলি জেলা। বুধবার গঙ্গায় ভাসতে দেখা গেল একটি বোলেরো গাড়িকে। যার তার নয়, সেই গাড়ি আবার খোদ কোন্নগর পুরসভার চেয়ারম্যানের! বুধবার এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলো কোন্নগরের স্থানীয় বাসিন্দারা। কিভাবে একটি আস্ত গাড়ী গঙ্গার মধ্যে ভেসে গেল তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দমকা হাওয়া ও ঝড়ের জন্যই গাড়িটি নির্দিষ্ট জায়গা থেকে গঙ্গায় গিয়ে পড়েছে। শেষমেষ গাড়িটিকে লঞ্চে বেঁধে উদ্ধার করা হয়। গোটা ঘটনায় রীতিমতো হতবাক কোন্নগরপুর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। তিনি বলেন এই ধরনের ঘটনা আগে কখনো দেখেননি।
কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানিয়েছেন, তিনি একটি বোলেরো গাড়ি ব্যবহার করেন। সেই গাড়ি রাখা থাকে পুরসভার অফিসের বিপরীতে গঙ্গার পাড়ে। বুধবার বিকেলে হঠাৎই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন তার গাড়িটি গঙ্গার জলে ভাসছে। চেয়ারম্যানসহ স্থানীয় বাসিন্দাদের অনুমান ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলেই গাড়িটি নিজের জায়গা থেকে গঙ্গায় গিয়ে পড়েছিল।
বুধবার সন্ধ্যায় গাড়িটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুরসভায় খবর দেন। এরপর পুর কর্মীরা লঞ্চের সাহায্য নিয়ে গাড়িটিকে উদ্ধার করেন। বৃষ্টির মধ্যেও এই অদ্ভুত কান্ড দেখতে হাজির হন অনেকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, গঙ্গায় মানুষ ডুবে গেলে নৌকা নিয়ে উদ্ধার করে দেখেছি। গাড়ি ডুবে গিয়ে লঞ্চ নিয়ে উদ্ধার করা এই প্রথম।