বাংলা হান্ট ডেস্কঃ প্রবীণ বলিউড অভিনেতা রমেশ দেও (Ramesh Deo) ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন। রমেশ দেও ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন। তিনি মারাঠি চলচ্চিত্র শিল্পের একজন সুপরিচিত অভিনেতা ছিলেন এবং অনেক হিন্দি ছবিতেও কাজ করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রমেশ দেও’র মৃত্যুতে ভক্তরা খুবই শোকাহত। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে আজিঙ্কা দেও।
তিন দিন আগে যখন রমেশ দেও তার ৯৩তম জন্মদিন উদযাপন করেছিলেন, তখন কারোরই ধারণা ছিল না যে জন্মদিন পালনের পর এত তাড়াতাড়ি তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। তার জন্মদিন উপলক্ষে ভক্তরাও তার দীর্ঘায়ু কামনা করেছিলেন। আপনাদের বলে দিই যে, রমেশ দেও অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন, যার মধ্যে রয়েছে কোরা কাগজ এবং খিলোনা। তিনি মারাঠি চলচ্চিত্র এবং মারাঠি থিয়েটারেও কাজ করেছেন।
বলিউড ছবিতে রমেশ দেও’র যাত্রা শুরু হয়েছিল রাজশ্রী প্রোডাকশনের ছবি আরতি দিয়ে। চলচ্চিত্র জীবনে অনেক স্মরণীয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তার প্রধান চলচ্চিত্র হল-
আজাদ দেশের গুলাম, ঘরানা, সোনে পএ সুহাগা, গোরা, মিস্টার ইন্ডিয়া, কুদরত কা কানুন, দিলজলা, পেয়ার কিয়া হ্যায় পেয়ার করেঙ্গে, ইলজাম ইত্যাদি ইত্যাদি।