বাংলাহান্ট ডেস্ক : বছর প্রায় শেষের মুখে। দরজায় কড়া নাড়ছে ২০২৫। নতুন বছর মানেই নতুন সিনেমা। বিনোদন প্রেমীদের জন্য বলিউডও তৈরি একগুচ্ছ নতুন ছবির (2025 Films) পসরা সাজিয়ে। ২০২৫ জুড়ে পরপর মুক্তি পেতে চলেছে বেশ কিছু বহু প্রতীক্ষিত ছবি।
আগামী বছর মুক্তির অপেক্ষায় এই বলিউড ছবিগুলি (2025 Films)
বেশ কিছু বড় বাজেটের ছবি থাকছে তালিকায়। মুক্তি পাবে বলিউডের কিছু নামী ফ্র্যাঞ্চাইজির ছবিও। অ্যাকশন থেকে কমেডি, ড্রামা, থ্রিলার সব ধরণের স্বাদই মজুত থাকছে ছবিগুলিতে (2025 Films)। কোন ছবি কতটা দর্শক টানবে তা অবশ্য বলা কঠিন। তবে প্রতিটি ছবি ঘিরেই আলাদা উন্মাদনা রয়েছে সিনেপ্ররেমীদের মধ্যে। এক নজরে দেখে নিন ২০২৫ এ মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলির তালিকা-
হাউজফুল ৫- বলিউডে যতগুলি ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের মধ্যে অন্যতম হাউজফুল। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি ছবিই হিট হয়েছে। দমফাটা হাসির সঙ্গে জমাটি ড্রামার জন্য জনপ্রিয় হাউজফুল ফ্র্যাঞ্চাইজি। এই সিরিজের পঞ্চম ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ এ (2025 Films)। এই ছবিতে কার্যত চাঁদের হাট বসতে চলেছে। একসঙ্গে থাকছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং সহ অনেকেই।
দেবা- অ্যাকশন থ্রিলার ছবিটিতে থাকছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে। এক কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার কীভাবে প্রতারণার শিকার হন, সেটাই এই ছবির কাহিনি। ছবিটি পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রুজ, মুক্তি পাবে ৩১ শে জানুয়ারি ২০২৫ এ।
জাট- এটিও একটি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। প্রথমে প্রজাতন্ত্র দিবসে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে করা হয়েছে আগামী বছরের ১০ ই এপ্রিল। ছবিতে (2025 Films) মুখ্য চরিত্রে থাকছেন সানি দেওল।
আরো পড়ুন : আগেও ছিল এক বউ, ডিভোর্সি রাজকেই বিয়ে করেন শুভশ্রী! দুজনের বয়সে কত ফারাক জানেন?
ইমার্জেন্সি- বহু প্রতীক্ষিত এই ছবিতে জরুরি অবস্থা চলাকালীন ভারতের রাজনৈতিক এবং সামাজিক চিত্রটি ফুটিয়ে তোলা হবে। মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। আগামী বছর ১৭ ই জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি (2025 Films)।
আরো পড়ুন : বয়স পেরিয়েছে আশি, বার্ধক্যকে গুলি মেরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে জিতেন্দ্র! বাবার বিয়েতে নাচলেন একতা
আজাদ- এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন রাশা ঠাডানি এবং আমান দেবগণ। এছাড়াও থাকছেন অজয় দেবগণ এবং ডায়ানা পেন্টি। ২০২৫ এর ১৭ ই জানুয়ারি মুক্তি পেতে পারে ছবিটি।