বাংলাহান্ট ডেস্ক : আবারও উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় (Bhatpara) পাওয়া গেলো প্রায় ১৫০ কৌটো বোম (Bomb)। এর আগেও ভাটপাড়ায় বোমার হদিশ মিলেছিল। কিন্তু এতোগুলি বোমা সেখানে কে রাখলো আর কেনই বা রাখলো তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে, বোম্ব স্কোয়াড এবং পুলিশকর্মীরা (Police Force) এতো গুলি বোমা একসঙ্গে উদ্ধার করতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
এদিকে, স্বাভাবিকভাবেই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নয়াবাজার এলাকায় ভাটপাড়া যে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বলাই বাহুল্য। একটি বা দুটি নয়, বরং ১৫০ টি কৌটো বোমা উদ্ধারের পরেই পুলিশকে ম্যাটাডোর গাড়ির ব্যবস্থা করতে বলা হয়। বোম্ব স্কোয়াড থেকে জানানো হয়েছে বোমাগুলিকে মাটিতে পুঁতে রাখা ছিল। মাটি খুঁড়ে তাঁদের বার করতে হয় বোমগুলিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভাটপাড়ায় এর আগেও বোমা পাওয়া গেছে। কিন্তু এবার তো রেকর্ড হয়ে গেলো, মাটি খুঁড়ে যে ১৫০ টি কৌটোয় এতগুলি বোমা পাওয়া যায় তা কেউ ভাবতেও পারেননি। এই বোমাগুলি নিষ্ক্রিয় করতে নিয়ে যাওয়ার জন্য ম্যাটাডোর ডাকা হয়। তাঁরা এলাকা ঘিরে ফেলেন। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তাই দমকল বিভাগেও খবর দেওয়া হয়৷ নয়াবাজার এলাকায় দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয় ৷
তবে আপাতত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বা কেউ আঘাত প্রাপ্ত হননি। তবে এই ঘটনা জুড়ে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভাটপাড়ায় বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনা কম হলেও তা একেবারে বন্ধ হয়ে যায়নি৷ গতকাল রাতে ভাটপাড়া থানার পুলিশ গোপন সূত্রে ওই লুকোনো বোমাগুলির খোঁজ পায় বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।