বাংলাহান্ট ডেস্ক: যতই বিতর্ক হোক না কেন, বলিউড স্বজনপোষণের (Nepotism) দিকে ঝুঁকে থাকবেই। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) থেকে অনন্যা পাণ্ডে সকলেই এই নেপোটিজম প্রথারই ফসল। বাবা মা তারকা হওয়ার সুবাদে বলিউডে কোনো পরীক্ষা ছাড়াই এনট্রি হয়ে গিয়েছে তাঁদের। অথচ অভিনয় দক্ষতার নিরিখে বাবা মায়ের সঙ্গে সন্তানদের তুলনা করা হলেই শুরু হয় বিতর্ক। সম্প্রতি প্রযোজক বনি কাপুর (Boney Kapoor) ফুঁসে ওঠেন, জাহ্নবীকে শ্রীদেবীর (Sridevi) সঙ্গে তুলনা করার জন্য।
শ্রীদেবী বনির বড় মেয়ে জাহ্নবী কাপুর। করন জোহরের ছবি ‘ধড়ক’ এর হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। কিন্তু প্রথম ছবি থেকে এখনো পর্যন্ত একটাও হিট ছবি উপহার দিতে পারেননি তিনি। উপরন্তু প্রতিবারই সুপারস্টার মা শ্রীদেবীর সঙ্গে তুলনা করে ট্রোল করা হয়েছে তাঁকে।
এবার মেয়ে জাহ্নবীর হয়ে সুর চড়ালেন বাবা বনি কাপুর। সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবীর আগামী ছবি ‘মিলি’র ট্রেলার। অদ্ভূত ভাবে সেখানে তাঁর অভিনয় চমকে দিয়েছে দর্শকদের। ট্রোলের থেকে প্রশংসা বেশি পেয়েছেন জাহ্নবী। এবার মেয়ের পাশে দাঁড়িয়েই নিন্দুকদের একহাত নিলেন বনি কাপুর।
প্রযোজক বলেন, ছবিতে নিজেদের চরিত্রটা বোঝার জন্য প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, দক্ষতা আছে। শ্রীদেবীর এই বড় গুণটা ছিল। জাহ্নবীও মায়ের মতোই চরিত্রের মধ্যে ঢুকে যান। মেয়ের প্রশংসা করে বনি বলেন, “আমার মেয়ে সবে তাঁর কেরিয়ার শুরু করেছে। এর মধ্যেই শ্রীদেবীর কোনো ছবির সঙ্গেই ওর তুলনা করা একেবারেই উচিত নয়।”
প্রয়াত স্ত্রী শ্রীদেবীর সম্পর্কে বলতে গিয়ে বনি মন্তব্য করেন, তাঁর ফিল্মি সফরটা দুর্দান্ত ছিল। শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় ২০০ টিরও বেশি ছবিতে অভিনয় করার পর বলিউডের নজরে আসেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের সবথেকে সফল নায়িকাদের মধ্যে একজন ছিলেন শ্রীদেবী। তিনি প্রথম মহিলা সুপারস্টারের তকমাও পেয়েছিলেন।
তবে বড় মেয়ে জাহ্নবীর প্রথম ছবি দেখে যেতে পারেননি শ্রীদেবী। দুবাইতে তিনি যখন মারা যান, জাহ্নবী তখন মুম্বইতে শুটিংয়ে ব্যস্ত। তার কয়েক মাস পরেই মুক্তি পেয়েছিল ধড়ক। তবে প্রযোজক করন জোহর আগেভাগে শ্রীদেবীকে মেয়ের অভিনয়ের এক ঝলক দেখিয়ে দিয়েছিলেন।