বেশি বাড়াবাড়ি, শ্রীদেবীকে টাইট দিতে এক ঘন্টা ধরে জুতো বাঁধিয়েছিলেন বনি!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বেশ সুখী দম্পতি বলেই পরিচিত ছিলেন শ্রীদেবী (Sridevi) এবং বনি কাপুর। বিবাহিত হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার শ্রীদেবীর প্রেমে পড়েন প্রযোজক বনি। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে অভিনেত্রীকে বিয়ে করেন তিনি। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন কেমন ছিল? বনির সঙ্গে আদৌ সুখী ছিলেন শ্রীদেবী (Sridevi)?

ফিটনেস সচেতন ছিলেন শ্রীদেবী (Sridevi)

সম্প্রতি নিজের বাবা মাকে নিয়ে কিছু কথা শেয়ার করেছেন জাহ্নবী। ব্যক্তিগত জীবনে তাঁরা কেমন ছিলেন তা প্রকাশ করেছেন তিনি। একথা সকলেই জানেন, শ্রীদেবী (Sridevi) অত্যন্ত স্বাস্থ্য সচেতন ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্তও নিজেকে ফিটনেস সম্পর্কে সাবধানী ছিলেন তিনি। চেহারায় বয়সের ছাপ এতটুকুও পড়তে দেননি তিনি। চাইতেন তাঁর পরিবারের সকলেও যেন একই রকম স্বাস্থ্য সচেতন থাকেন।

আরো পড়ুন : নিজের ভ্যানে ডেকে নিয়ে যান শাহরুখ, তারপর… বলিউড বাদশাকে নিয়ে কী অভিজ্ঞতা নায়কের!

কী ফন্দি করেছিলেন বনি

শ্রীদেবীর (Sridevi) পাশে বনি কাপুরকে অনেকটাই বয়স্ক দেখাত তুলনায়। তাই স্বামীকে ফিট বানাতে সচেষ্ট হয়েছিলেন তিনি। জাহ্নবী জানান, প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে বেরোতেন শ্রীদেবী (Sridevi)। বনিকেও তাঁর সঙ্গে বেরোনোর জন্য জোরাজুরি করতেন। এদিকে এসব বিষয়ে বনির তেমন আগ্রহ ছিল না। রোজই কোনো না কোনো বাহানা বানিয়ে দিতেন তিনি। কিন্তু একদিন স্ত্রীর জেদের কাছে হার মানতে বাধ্য হন বনি। মর্নিং ওয়াকে বেরোতে রাজি হলেও মনে মনে ফন্দি আঁটেন স্ত্রীকে টাইট দেওয়ার।

আরো পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, ‘শুধুই যৌন আকর্ষণ…’, স্বরাকে নিয়ে বিষ্ফোরক স্বামী ফাহাদ

শ্রীদেবীর সঙ্গে এই কাণ্ড ঘটান বনি

নিজে জুতোর ফিতে বাঁধতে পারতেন না বনি। শ্রীদেবী (Sridevi) স্বামীর জুতো বেঁধে দিতে দিতে বসলেই একটার পর একটা বায়না করে যেতে থাকেন বনি। একটা ফিতে বড়, একটা ছোট এমন নানা অছিলায় এক ঘন্টা ধরে স্ত্রীকে দিয়ে জুতো বাঁধান। তারপর থেকে নাকি আর কখনো বনিকে মর্নিং ওয়াকে বেরোনোর কথা বলেননি শ্রীদেবী (Sridevi)।

Sridevi

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বনি কাপুরের সঙ্গে বিয়ে হয় শ্রীদেবীর। ২০১৮ সালে দুবাইতে একটি অনুষ্ঠানে গিয়ে প্রয়াত হন অভিনেত্রী। বর্তমানে শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশি কাপুর বলিউডে ডেবিউ করে ফেলেছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর