আয় কম তাই আগের পেশাতে ফিরতে গদি ছাড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, জেনে নিন কি ছিল তার পেশা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (boris Johnson)  বেতনে কুলোচ্ছে না, তাই প্রধানমন্ত্রীর গদি ছাড়তে পারেন তিনি৷ খুব শীঘ্রই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বরিস। ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করছেন এমনটাই৷ আসুন জেনে নি প্রধানমন্ত্রী হওয়ার আগে কি ছিল তার পেশা যেখানে তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি আয় করতেন।

images 30 10
Boris Johnson

প্রথমেই জানাই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে বছরে ১ লক্ষ ৫০ হাজার ৪০২ পাউন্ড বেতন পান বরিস। ভারতীয় মুদ্রায় তা প্রায় দেড় কোটি টাকা। গত জুলাইয়ে শপথ নেওয়ার আগে তিনি এর চেয়েও ঢের বেশি আয় করতেন।

প্রধানমন্ত্রীত্বের দ্বায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগে সংবাদপত্রে লেখালেখি করেই শুধু বরিসের আয় ছিল মাসে ২২ লাখ টাকা। এছাড়াও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েও বেশ মোটা টাকাই কামাতেন বরিস৷ শোনা গেছে, শুধু বক্তৃতা দিয়েই এক মাসে তিনি নাকি ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকা আয় করেছিলেন। যা তার বর্তমান বার্ষিক বেতন।

বরিসের ছয় সন্তান। তাদের ভরনপোষণ ও পড়াশোনার খরচ রয়েছে৷ এছাড়া প্রাক্তন স্ত্রী মারিনা হুইলারকেও দিতে হয় বেশ মোটা অংকের খোরপোশ। সব মিলিয়ে বেশ অসুবিধাতেই আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এক্ষুনি তিনি দ্বায়িত্ব থেকে সরছেন না। ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। একই সঙ্গে করোনা পরিস্থিতি থেকে দেশকে বার করে আনার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে আরো কমপক্ষে ৬ মাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব পালন করতে চান বরিস।

 

সম্পর্কিত খবর