৯৯ শতাংশ জন হয়েছেন ব্যর্থ! ১৩ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা বাচ্চা ছেলেটির নাম বলতে পারলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাঁরা নিয়মিত ভাবে কঠিন কঠিন সব ধাঁধার সমাধান করতে ভালোবাসেন। এমতাবস্থায়, বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুঁ মারলেই একাধিক ধাঁধার সমস্যা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, সাম্প্রতিক কালে সেখানে এমন কিছু ছবি ভাইরাল হয় যেগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় অনেকটাই আলাদা হয়।

পাশাপাশি, ওই বিশেষ ছবিগুলিতে কোনো নির্দিষ্ট বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। এমতাবস্থায়, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে অধিকাংশজনই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।

তবে, ওই ছবিগুলিকে সমাধানের অভ্যাস বাড়িয়ে দেয় মস্তিষ্কের কার্যক্ষমতা। পাশাপাশি, সেগুলি সঠিক সমাধানের ক্ষেত্রে মেলে মানসিক প্রশান্তিও। সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। সেখানে দেখা গিয়েছে এক বাচ্চা ছেলেকে। আর তার নামটি খুঁজে পেতেই রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে ওই ছবিটি উপস্থাপিত করা হল।

বলতে হবে বাচ্চা ছেলেটির নাম: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি ছোট্ট ছেলের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি, তার নাম সমাধানের জন্য সেখানে রয়েছে দু’টি ক্লু। যেগুলির প্রথমটি হল ইংরেজিতে লেখা “MONDAY” এবং দ্বিতীয়টি হল একটি ইঁদুরের ছবি। অর্থাৎ, ওই দুই ক্লু-কে কাজে লাগিয়েই বলতে হবে বাচ্চাটির নাম। এমতাবস্থায়, আপনিও ওই নামটি সমাধান করার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ১৩ সেকেন্ডের মধ্যে ওই নামটিকে খুঁজে নিতে হবে আপনাকে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি নামটি বলতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই । কারণ, আমরা বর্তমান প্রতিবেদনেই উত্তরটি জানিয়ে দিচ্ছি।

জেনে নিন এই বাচ্চা ছেলেটির নাম: ছবিটি একটু ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্ত সেখানে থাকা বাচ্চা ছেলেটির নাম খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবি এবং ক্লু-গুলিকে। তাহলেই বোঝা যাবে যে, ছবিটির প্রথম ক্লু-তে থাকা “MONDAY” শব্দটির বাংলা হল সোমবার। যেখান থেকে আমরা “সোম” শব্দটি নেবো। পাশাপাশি, দ্বিতীয় ক্লু-টি হল একটি ইঁদুরের ছবি। যার ইংরেজি হল “র‍্যাট” (RAT)। সেখান থেকে আমরা “র‍্যাট” শব্দটি নেবো।

optical illusion(1)

অর্থাৎ, এই দুই শব্দ মিলে হবে সোম+র‍্যাট=সম্রাট। এমতাবস্থায়, ছবিতে থাকা ওই বাচ্চা ছেলেটির নাম হল “সম্রাট”। তবে, আমাদের বলে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ওই নামটি খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনার IQ লেভেল যথেষ্ট ভালো এবং আপনি অত্যন্ত জিনিয়াসও বটে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর