বাবা ফুটবলার, ব্রাজিলকে জিতিয়েছেন বিশ্বকাপ, মেয়ে যোগ দিচ্ছেন অ্যাডাল্ট কন্টেন্ট প্ল্যাটফর্মে!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাবা ফুটবলার, নিজের দেশের হয়ে বিশ্বকাপ জয় করেছেন, অথচ তার কন্যা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর জন্য পরিচিত একটি প্ল্যাটফর্মে যোগ দিতে যাচ্ছেন! হ্যাঁ, প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর এমনই অদ্ভুতুড়ে সিদ্ধান্ত নেন ব্রাজিলের (Brazil) কিংবদন্তি ফুটবলার রোমারিওর (Romario) কন্যা ড্যানিয়েলে (Danielle Favatto)। ২৫ বছর বয়সী এই নারী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়াতেই নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এইমুহূর্তে ড্যানিয়েলের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের গন্ডি। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার স্বামী ফ্যাবিও এনরিকও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়, বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো ক্যাটেরিনসের হয়ে খেলেন। ড্যানিয়েলে জানিয়েছেন যে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ বিষয়বস্তুর জন্য জনপ্রিয় এই ওয়েবসাইটে তিনি যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু তার কন্টেন্ট হবে অনন্য।

   

ড্যানিয়েলে জানান, ‘আমি আমার প্রোফাইল তৈরি করেছি, যাতে আমি প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতার কথা সকলের সাথে ভাগ করে নিতে পারি। আমি প্রাথমিক ভাবে সন্তান চাইনি, কিন্তু কোথাও এসে আমি নিজের মনে পরিবর্তন টের পেয়েছি। একসময় আমি বুঝতামই না যে কিভাবে বাচ্চাদের সাথে আচরণ করা উচিত, আমি এমন একজন মানুষ যে প্লেনে বাচ্চার কান্না শুনে আমি অস্বস্তিতে ভুগতাম। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আর কিভাবে এই পরিবর্তন হলো সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য আমার প্রোফাইল তৈরি করেছি।”

ড্যানিয়েলের বাবা রোমারিওকে ব্রাজিল তথা বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। ৫৭ বছর বয়সী এই প্রাক্তন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, বর্তমানে রিও ডি জেনিরো শহরের সেনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কতটা বিপদজনক ছিলেন একজন গোল স্কোরার হিসেবে সেটা একটা পরিসংখ্যানের মাধ্যমেই প্রমাণিত হয়ে যাবে। নিজের দেশের হয়ে ৭১টি ম্যাচ খেলে তিনি ৫৫টি গোল করেছেন। ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর