বাংলা হান্ট ডেস্কঃ সোমবার দিল্লি পুলিশ অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেরকে গ্রেফতার করেছে। জুবেরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশ জুবেরকে আইপিসির 153এ এবং 295 ধারায় গ্রেপ্তার করেছে।
পুলিশের মতে, ২৭ তারিখে জুবেরের বিরুদ্ধে টুইটারের মাধ্যমে একটি অভিযোগ পাওয়া গিয়েছে, সেখানে জুবেরের একটি টুইট উল্লেখ করা হয়েছে। পুলিশ মামলা নথিভুক্ত করে জুবেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, এরপর দিল্লি পুলিশের বিশেষ সেলের IFSO ইউনিট তাঁকে গ্রেপ্তার করে। জুবায়েরকে আদালতে হাজির করে পুলিশি হেফাজতে চেয়েছে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, এর আগেও জুবেরের বিরুদ্ধে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগ উঠেছিল অনেকবার। এমনকি নূপুর শর্মার বিতর্ক এই জুবেরই সবার সামনে তুলে আনেন। যদিও, প্রথম থেকেই নূপুর শর্মা বলে এসেছেন যে, তার বক্তব্যকে কাটাছেঁড়া করে পেশ করা হয়েছে, যার কারণেই তিনি সবার নিশানায় এসেছেন।
এছাড়াও বহুবার বিভিন্ন হিন্দুত্ববাদীদের তরফ থেকে জুবেরের বিরুদ্ধে ধর্মের অবমাননার অভিযোগ করা হয়েছিল। এতদিন পুলিশ কোনও পদক্ষেপ না নিলেও, এদিন জুবেরকে গ্রেফতার করা হয়েছে।