ধর্ষণের হুমকি! নিজের দলের খেলোয়াড়কেই গালিগালাজ! কোহলির এবং ধোনির ভক্তরা ক্রিকেট জগতের ক্যান্সার?  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা দের মধ্যে দুজন। ক্রিকেটের মঞ্চে তাদের যা কীর্তি এবং দেশকে যে সম্মান তারা এনে দিয়েছেন তা খুব কম ক্রিকেটারই করে দেখাতে পেরেছে। দুজনেই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। শুধুমাত্র ভারতে নয় বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশেই তাদের কদর রয়েছে। কিন্তু একই কথা হয়তো তাদের ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

dhoni kohli

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি হলেন ভারতের ২ সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। তাদের ভক্ত সংখ্যাও অসীম। কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশের আচরণ সোশ্যাল মিডিয়ায় এতটাই পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে যে সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য বিষয়টি সহ্য করা অসম্ভবের সামিল হয়ে পড়ছে।

এর আগেও নিজের প্রিয় ক্রীড়াবিদকে ভগবান বানিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এই দুজনের কিছু উগ্র ভক্ত রয়েছে যারা কোহলি এবং ধোনিকে ভগবানের জায়গায় স্থান দিয়েছেন তো বটেই, তার পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনও মন্তব্য করা মানে সোশ্যাল মিডিয়ায় নোংরা আক্রমণের শিকার হতে হয় সেই বিরুদ্ধ মত প্রকাশ করা ব্যক্তিকে। এমনকি কোনও ক্রিকেটার ভালো পারফরম্যান্স করছেন এমন অবস্থায় যদি ধোনি বা কোহলির স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে সেই ক্রিকেটারকেও বিশ্রী আক্রমণের মুখে পড়তে হয়।

ঠিক এমনটাই ঘটেছে সম্প্রতি শুভমান গিল এবং তার বোনের সাথে। তার বোন শাহনীল গিল, বিরাট কোহলির দল আরসিবির বিরুদ্ধে নিজের ভাইয়ের অসাধারণ পারফরম্যান্সের পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেই। যেহেতু বিরাট কোহলি আইপিএলের প্লেয়ারসের দল থেকে বাইরে হয়ে গিয়েছেন তাই কোহলি ভক্তরা নোংরা এবং কুৎসিত ভাষায় ভাই এবং বোন দুজনকেই আক্রমণ করেন। শুভমান গিলকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্যের পর তার বোনকে দেওয়া হয় ধর্ষণের হুমকিও। ব্যাপার এতটাই খারাপ অবস্থায় গড়ায় যে দিল্লির মহিলা কমিশন কেউ এই ব্যাপারটি সঙ্গে যুক্ত হতে হয়।

অপরদিকে ধোনির দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক এবং সতীর্থ রবীন্দ্র জাদেজাকেও ভুগতে হয়েছে এই নিয়ে। চলতি আইপিএলে ধোনি বারবার জাদেজাকে তার আগেই ব্যাটিং করতে পাঠাচ্ছেন। তিনি মাঠে নামমাত্র ধোনি ভক্তরা তাকে নিজের উইকেট ছুঁড়ে আউট হয়ে যাওয়ার জন্য বলে যান সমানতালে। ধোনি এবং জাদেজা একই সময় ক্রিজে থাকাকালীন যদি যাদের যা চারবার ছক্কা মারতে থাকেন তাহলে তাকে গালিগালাজের মুখোমুখি করতে হয় কারণ তিনি ধোনিকে স্ট্রাইক তুলে দিচ্ছেন না। এমন অবস্থায় একবার ম্যাচের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার নিতে এসে আজাদেজা সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই হতাশা প্রকাশ করেছেন এবং সিএসকে ভক্তদের প্রতি তিনি যে হতাশ সেটা বুঝিয়ে দিয়েছেন ভালোরকম ভাবেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর