বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও (jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে। কিন্তু এবার এমন এক অফার আনল বিএসএনএল যা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না।
সরকারি টেলিকম সংস্থার এই প্ল্যানটির দাম ৫৯৯ টাকা। এই প্রিপেড রিচার্জ প্ল্যানে দেশের যে কোনও নেটওয়ার্কে ভয়েস কলিংয়ের জন্য মিলবে প্রতিদিন ২৫০ মিনিটের টকটাইম। সঙ্গে মিলবে প্রতিদিন ১০০টি এসএমএস। বৈধতা ৩ মাস। মুম্বাই ও দিল্লি বাদে সমস্ত শহরেই এই অফার উপলব্ধ।
প্রসঙ্গত, কিছু দিন আগেউ লকডাউনে ব্যবহারকারীদের বিনোদনের জন্য এক বছরের জন্য হটস্টারের ফ্রি সাবিস্ক্রিপশন দিয়েছে জিও। জিও জানিয়েছে, যে সমস্ত প্রিপেইড ব্যাবহারকারীরা ৪০১ টাকার প্ল্যান, ২,৯৯৯ টাকার প্ল্যান, 612 ডেটা ভাউচার, বা 1208 ডেটা ভাউচার রিচার্জ করিবেন তারা ১ বছরের জন্য এই অফারটি পাবেন।
এর আগে এয়ার টেল একটি অনুরূপ অফার চালু করেছিল যা ডিজনি + হটস্টার ভিআইপি-র বিনামূল্যে এক বছরের জন্য সাবস্ক্রিপশন দেয়। এয়ারটেল গ্রাহকেরা ৪০১ টাকার রিচার্জেই এই অফারটির লাভ পেত৷ এবার এয়ারটেলের পাল্টা হিসাবেই এই অফারটি এনেছিল জিও। কিন্তু বিএসএনএল এই নতুন অফার এনে জিও এয়ার টেলকে মাত দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।